Papiya Paul

পরের জন্মে যেন আর লতা মঙ্গেশকর হয়ে না জন্মাই! আক্ষেপের সুর কোকিলকণ্ঠীর গলায়

অনেকেই নিজের পুনর্জন্ম চান। আবার অনেকে এই পুনর্জন্মে নিজেকে কিভাবে দেখতে চান সেটাও ভেবে রাখেন। আসলে নাম, যশ, খ্যাতি, প্রতিপত্তি, অর্থ, সুখ, সমৃদ্ধি সবকিছুই কি এক জীবনে সম্ভব সেটা বোধ হয় না। আর তাই অনেকেই চান তাদের পুনর্জন্ম হোক। পরের জন্মে সেই অপূর্ণ ইচ্ছেগুলো পূরণ করার ইচ্ছাও থাকে মানুষের মধ্যে। অনেকেই পুনর্জন্মে নিজের এই জন্মকেই আবার ফিরে পেতে চান।

   

আসলে জীবনে যা কিছু অধারা তাকে পরিপূর্ণ করার ইচ্ছে থাকে মানুষের মধ্যে। তবে এই ক্ষেত্রে ব্যতিক্রমী ছিলেন লতা মঙ্গেশকর। নিজের ব্যক্তিগত জীবনকে ব্যক্তিগত রাখতে পছন্দ করতেন সুর সম্রাজ্ঞী। তবে তিনি জাভেদ আখতারকে দেওয়া এক অন্তরঙ্গ সাক্ষাতকারে নিজের সম্পর্কে জানিয়েছিলেন। জাভেদ তার কাছে জানতে চেয়েছিলেন তিনি পরের জন্মে কি হতে চান?

এই প্রশ্নের উত্তরে বিষন্ন হাসি হেসে গায়িকা বলেছিলেন, “আর যেন জন্মাতে না হয়! যদি জন্মাতেই হয়, তা হলে অন্য কিছু হব। লতা মঙ্গেশকর হয়ে যেন আর না জন্মাই।” তাদেরই সাক্ষাতকারের এই ভিডিও লতাজির মৃত্যুর পর ভাইরাল হয়ে যায়। লতার মুখে এমন উত্তর শুনে হতবাক হয়ে যান সকলেই। তাহলে কি বাস্তব জীবনে সুখী ছিলেন না কোকিলকন্ঠি? পুরুষশাসিত সমাজে তিনি একাই নারী যিনি খ্যাতির চূড়ায় উঠে উলটপুরান ঘটিয়েছেন।

তাহলেও এই ইচ্ছে কেন? এই প্রশ্নের জবাব ছিল সেই ভিডিওতে। আক্ষেপের সুরে বলেছেন, ‘লতা মঙ্গেশকর হতে গিয়ে বা হওয়ার পরে আমায় যে পরিমান কষ্ট সহ্য করতে হয়েছে। সেটা শুধুমাত্র আমি জানি। হয়তো এই কষ্টের কথা তিনি আর কাউকে কখনোই বলেনি। জীবনের এই আক্ষেপটি তার কাছে হয়তো রয়েই গেছে।