গতকাল টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে মুখোমুখি হয়েছিল ভারত এবং ওয়েস্ট ইন্ডিজ। এই ম্যাচে টসে জিতে প্রথমে বোলিং করা সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। এর ফলে প্রথমে ব্যাটিং করতে আসে ওয়েস্ট ইন্ডিজ।
ব্যাটিং করতে নেমে শুরুটা দারুন করে ওয়েস্ট ইন্ডিজ। এই ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের প্রত্যেক ব্যাটসম্যানই কমবেশি ভালো রান করেছেন। তবে ওয়েস্ট ইন্ডিজ ওপেনার কাইল মায়ার্স 50 বলে 73 রানের দুর্দান্ত ইনিংস খেলেন। কাইল মায়ার্স এর ব্যাটে ভর করে নির্ধারিত কুড়ি ওভার শেষে 164 জন চলে ওয়েস্ট ইন্ডিজ।
জবাবে ব্যাটিং করতে নেমে বিধ্বংসী মেজাজে ইনিংস শুরু করেন ভারতের দুই ওপেনার রোহিত শর্মা এবং সূর্য কুমার যাদব। তবে 5 বলে 11 রান করে চোট পেয়ে মাঠ ছাড়েন রোহিত। রোহিত প্যাভিলিয়নে ফিরে গেলেও সূর্য কুমার যাদব, ঋষভ পন্থ এবং শ্রেয়স আইআর এর ব্যাটে ভর করে পাঁচ উইকেট হাতে রেখেই জয়ের জন্য প্রয়োজন তুলে নেয় ভারত। 44 বলে 76 রান করে ভারতকে ম্যাচ জিতিয়েছেন সূর্য কুমার যাদব।