Arijit

৩-০ ব্যবধানে পোলার্ডদের হোয়াইটওয়াশ করে ওয়ানডে সিরিজ জিতে নিল রোহিতের টিম ইন্ডিয়া

শুক্রবার আমেদাবাদের নরেন্দ্র মোদী ক্রিকেট স্টেডিয়ামে ওয়ানডে সিরিজের তৃতীয় তথা শেষ ওয়ানডে ম্যাচে মুখোমুখি হয়েছিল ভারত এবং ওয়েস্ট ইন্ডিজ। এই ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় ভারত অধিনায়ক বিরাট কোহলি। এই ম্যাচে ভারতীয় দলে চারটি পরিবর্তন হয়েছিল।

   

টসে জিতে প্রথমে ব্যাটিং করতে নেমে শুরুটা একেবারেই ভাল হয়নি ভারতের। শুরুতেই ওপেনার রোহিত শর্মা আউট হয়ে যান। তার তিন বল পরই সাজঘরে ফেরেন বিরাট কোহলিও। এরপরে আউট হয়েছে শিখর ধাওয়ান। সেই সময় দলের হাল ধরেন শ্রেয়স আইআর এবং ঋষভ পন্থ। চাপের মুখে দারুন ব্যাটিং করে এই জুটি। চতুর্থ উইকেট দু’জনে মিলে যোগ করেন 110 রান।

56 রান করে সাজঘরে ফেরেন ঋষভ পন্থ। তবে এইদিন 80 রানের দুর্দান্ত ইনিংস খেলেছেন শ্রেয়স আইআর। এই দুজনের ব্যাটে ভর করে নির্ধারিত 50 ওভার শেষে 265 রান তোলে ভারত। জবাবে ব্যাট করতে নেমে ভারতীয় বোলারদের সামনে ধরাশায়ী হয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। 169 রানেই শেষ হয়ে যায় ওয়েস্ট ইন্ডিজের ইনিংস। 96 রানে ম্যাচ জিতে নেয় ভারত। এই ম্যাচ জিতে ওয়ানডে সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে 3-0 ফলাফলে হোয়াইটওয়াশ করলো রোহিত শর্মার টিম ইন্ডিয়া।