পন্থের শতরানে সিরিজ জয় ভারতের, ব্যাটে-বলে অনবদ্য হার্দিক পান্ডিয়া

রবিবার ওয়ানডে সিরিজের তৃতীয় ওয়ানডে ম্যাচে মুখোমুখি হয়েছিল ভারত এবং ইংল্যান্ড। যেহেতু প্রথম দুটি ম্যাচে দুই দলই একটি করে ম্যাচ জিতেছিল তাই রবিবারের ওয়ানডে ম্যাচ ছিল কার্যত সিরিজ নির্ণায়ক ম্যাচ।

এই ম্যাচে টসে জিতে প্রথমে ইংল্যান্ড কে ব্যাটিং করতে পাঠায় ভারত অধিনায়ক রোহিত শর্মা। ব্যাটিং করতে নেমে শুরুতেই জনি বেয়ারেস্টো জো রুট শূন্য রানে আউট হয়ে গেলেও জেসন রয়, জস বাটলারের ব্যাটে ভর করে নির্ধারিত 10 উইকেটের বিনিময়ে 269 রাম তুলে নেয় ইংল্যান্ড।

জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই পরপর উইকেট হারাতে থাকে ভারত। সেই সময় ম্যাচের হাল ধরেন ঋষভ পন্থ এবং হার্দিক পান্ডিয়া। এই দুজনের দুর্দান্ত পাটনারশিপই ইংল্যান্ডের কাছ থেকে ম্যাচ ঘুরিয়ে ভারতের দিকে নিয়ে চলে আসে। 55 বলে 71 রান করেন হার্দিক পান্ডিয়া এবং ঋষভ পন্থ করেন 113 বলে 125 রান। এই দুজনের ব্যাটে ভর করে পাঁচ উইকেট হাতে রেখেই জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় ভারত। ম্যাচের সেরা হয়েছেন ঋষভ পন্থ, সিরিজের সেরা হয়েছেন হার্দিক পান্ডিয়া।

Avatar

Koushik Dutta

X