গতকাল টি-টোয়েন্টি সিরিজের চতুর্থ টি টোয়েন্টি ম্যাচে মুখোমুখি হয়েছিল ভারত এবং ওয়েস্ট ইন্ডিজ। এই ম্যাচে টসে জিতে ভারতকে প্রথমে ব্যাট করতে পাঠান ক্যারিবিয়ান অধিনায়ক নিকোলাস পুরান। ওপেন করতে নেমে মাত্র ১৬ বলে ৩৩ রান করলেন ভারত অধিনায়ক। অন্য ওপেনার সূর্যকুমার যাদবের ব্যাট থেকে এল ১৪ বলে ২৪ রান। উইকেটরক্ষক ব্যাটার ঋষভ পন্থ খেললেন ৩১ বলে ৪৪ রানের আগ্রাসী ইনিংস। এই তিনজনের ব্যাটে ভর করে নির্ধারিত কুড়ি ওভার শেষে ৫ উইকেটে ১৯১ রান করে ভারত।
জবাবে প্রথম থেকেই নিয়মিত ব্যবধানে উইকেট হারালেন পুরানরা। ১৯.১ ওভারে ১৩২ রানেই শেষ হয়ে গেল ওয়েস্ট ইন্ডিজের ইনিংস। এইদিন কোনও ক্যারিবিয়ান ব্যাটারই ব্যাট হাতে দলকে ভরসা দিতে পারলেন না। নিকোলাস পুরান এবং রভম্যান পাওয়েল কিছুটা লড়াই করার চেষ্টা করলেও তার জয়ের জন্য যথেষ্ট ছিল না।
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে চতুর্থ টি-টোয়েন্টি ম্যাচে ৫৯ রানে জিতল ভারত। ফ্লরিডার প্রথম ম্যাচ জিতে সিরিজে ৩-১ ব্যবধানে এগিয়ে গেল ভারত। পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজেও জয় নিশ্চিত করলেন রোহিত শর্মারা।