Arijit

শেষ ম্যাচে ৮৮ রানে জিতে ৪-১ ব্যবধানে টি-২০ সিরিজ জিতল ভারত

গতকাল টি-টোয়েন্টি সিরিজের পঞ্চম তথা শেষ টি-টোয়েন্টি ম্যাচে মুখোমুখি হয়েছিল ভারত এবং ওয়েস্ট ইন্ডিজ। এই ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাটিং করা সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক হার্দিক পান্ডিয়া, এই ম্যাচে ভারতের নিয়মিত অধিনায়ক রোহিত শর্মা এবং সহ অধিনায়ক ঋষভ পন্থ কে বিশ্রাম দেওয়া হয়েছিল। যার ফলে এই ম্যাচে ভারতীয় দলের নেতৃত্বে ছিলেন হার্দিক পান্ডিয়া।

   

এইদিন ভারতের প্রথম একাদশে চারটি পরিবর্তন হয়েছিল। দীর্ঘদিন পর দলে এসেছিলেন ঈশান কিষান, কুলদীপ যাদব, শ্রেয়স আইয়ার এবং হার্দিক পান্ডিয়া।

প্রথমে ব্যাটিং করতে নেমে শুরুতে ওপেনার ঈশান কিষান আউট হয়ে গেলেও ব্যাট হাতে দুর্দান্ত পারফরমেন্স করেন শ্রেয়স আইয়ার। ৪০ বলে ৬৪ রানের ইনিংস খেলেন শ্রেয়স আইয়ার। ২৫ বলে ৩৮ রান করে দীপক হুডা এবং ১৬ বলে ২৮ রান করে হার্দিক পান্ডিয়া। এই তিন জনের ব্যাটে ভর করে নির্ধারিত কুড়ি ওভার শেষে ১৮৮ রান তোলে ভারত।

জবাবে ব্যাট করতে নেমে ১০০ রানেই শেষ হয়ে যায় ওয়েস্ট ইন্ডিজের ইনিংস। শিমরন হেটমায়ার 56 রানের ইনিংস খেললেও দলকে জেতাতে পারেনি।