Arijit

শ্রেয়স-সঞ্জুর দাপটে এক ম্যাচ বাকি থাকতেই টি২০ সিরিজ জয় ভারতের

শনিবার ধর্মশালায় টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে মুখোমুখি হয়েছিল ভারত এবং শ্রীলঙ্কা। এই ম্যাচে টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয় ভারত অধিনায়ক রোহিত শর্মা। এর ফলে প্রথমে ব্যাটিং করতে আসে শ্রীলঙ্কা।

   

আগের ম্যাচের শুরুতেই উইকেট হারিয়েছিল শ্রীলঙ্কা। তবে এই ম্যাচে তেমনটা হল না। শুরু থেকে ক্রিজে জাঁকিয়ে বসে ছিলেন শ্রীলঙ্কার দুই ওপেনার। যার সুফল পাওয়া গেল শেষের দিকে। একটা সময় 104 রানে 4 উইকেট হারিয়ে চাপে পড়ে গিয়েছিল শ্রীলঙ্কা। তবে শেষ চার ওভারে 71 রান তুলে নির্ধারিত কুড়ি ওভার শেষে 183 রানের পাহাড় গড়ে শ্রীলঙ্কা।

শ্রীলংকার বিরাট রান চেজ করতে নেমে শুরুতেই দুই ওপেনারকে হারিয়ে চাপে পড়ে যায় ভারত। সেই সময় দলের হাল ধরেন শ্রেয়স আইআর। প্রথম ম্যাচের মতো দ্বিতীয় ম্যাচেও একা হাতেই দলকে টেনে নিয়ে গেলেন শ্রেয়স আইয়ার। তবে এই ম্যাচে সঙ্গে পেলেন সঞ্জু স্যামসন এবং রবীন্দ্র জাদেজাকে। 39 রান করেন সঞ্জু স্যামসন, 45 রান করেন রবীন্দ্র জাদেজা এবং 74 রানের ফাটাফাটি ইনিংস খেলেন শ্রেয়স আইয়ার। এই তিন জনের ব্যাটে ভর করে 7 উইকেট হাতে রেখেই জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় ভারত। ম্যাচের সেরা হয়েছেন শ্রেয়স আইয়ার।