Indian Army Recruitment 2024 Eligibility Criteria and How to Apply details

ভারতীয় সেনায় ১৯০১ কর্মখালি, মাধ্যমিক পাশেই করা যাবে আবেদন, দেখে নিন পদ্ধতি

পার্থ মান্নাঃ অনেকেই ছোট থেকে কেন্দ্রীয় সরকারের একটা ভালো চাকরির স্বপ্ন দেখেন। বিশেষ করে দেশের আর্মির হয়ে যদি কাজ করা যায় তাহলে সেটা গর্বের ব্যাপার। যারা আর্মির নতুন নিয়োগের বিজ্ঞপ্তির জন্য অপেক্ষায় ছিলেন তাদের জন্য দারুণ সুখবর। প্রকাশ্যে এল ১৯০১ পদে নিয়োগের বিজ্ঞপ্তি। যেখানে মাধ্যমিক পাশ হলেই করা যাবে আবেদন। কিভাবে ও কোথায় আবেদন করবেন? জানতে হলে আজকের প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।

ভারতীয় সেনায় নিয়োগের বিজ্ঞপ্তি জারি

বিগত ২৬ শে অক্টোবর ভারতীয় সেনার তরফ থেকে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে ১৯০১ পদে নিয়োগের জন্য। যেখানে শিক্ষাগত যোগ্যতা, শারীরিক মাপ ও ওজনের তেমন কোনো কড়াকড়ি থাকছে না। শারীরিকভাবে সুস্থ হলেই আবেদন করতে পারা যাবে। নিচে শূন্যপদের বিবরণ থেকে যোগ্যতার বিস্তারিত দেওয়া হল।

মোট শূন্যপদ ও যোগ্যতা

বিজ্ঞপ্তি অনুযায়ী মোট ১৯০১টি শূন্যপদ থাকছে। যার মধ্যে জেনারেল ডিউটি, ক্লারিক্যাল ডিউটি ও সৈনিক ট্রেন্ডসম্যান ডিউটি এই তিন ধরণের পদ থাকছে। আবেদন করতে চাইলে নূন্যতম যোগ্যতা দশম শ্রেণী পাশ হতে হবে।

এছাড়াও পদ অনুযায়ী যোগ্যতার তারতম্য হতে পারে। তার জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখে নিতে হবে। নিচে বিজ্ঞপ্তির লিঙ্ক দেওয়া আছে। এই পদগুলির জন্য আবেদনকারীর বয়স ১৮ বছর থেকে শুরু করে ৪০ বছর পর্যন্ত হতে হবে। তবে সংরক্ষিত প্রার্থীদের নিয়মভিত্তিক ছাড় দেওয়া হবে।

আবেদনের পদ্ধতিঃ

  • যাঁরা আবেদন করতে চাইবে তাদের প্রথমেই অফিসিয়াল ওয়েবসাইটে চলে যেতে হবে। (নিচে লিঙ্ক দেওয়া আছে)
  • এরপর সেখানে মোবাইল নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন পক্রিয়া সম্পন্ন করতে হবে। তারপর ইউজার আইডি দিয়ে লগ ইন করে নিন।
  • লগ ইন করার পর আবেদনের ফর্ম ওপেন করে সেটা তিথিকে তথ্য দিয়ে ফিলআপ করে নিতে হবে। তারপর প্রয়োজনীয় ডকুমেন্টস আপলোড করে ফর্ম সাবমিট করে দিতে হবে।

নিয়োগের পক্রিয়া

মোট চারটি ধাপে নিয়োগ পক্রিয়া সম্পন্ন হবে। প্রথমেই আবেদনের সময় দেওয়া ডকুমেন্টসের ভেরিফিকেশন করা হবে। তারপর শারীরিক সুস্থতার পরীক্ষা করা হবে। একইসাথে দৈহিক মাপঝোপ দেখে নেওয়া হবে।

এরপর যারা সিলেক্টেড হবেন তাদের একটি লিখিত পরীক্ষা দিতে হবে। লিখিত পরীক্ষায় পাশ করলে ইন্টারভিউ এর মাধ্যমে প্রার্থী নির্বাচন করা হবে।

আবেদনের শেষ তারিখ : ২৭ শে নভেম্বর

অফিসিয়াল ওয়েবসাইট : Official Website

অফিসিয়াল বিজ্ঞপ্তিঃ Recruitment Notification

Partha Sarathi Manna

Partha Sarathi Manna

Partha Sarathi Manna is a Science graduate from the University of Calcutta with an advanced multimedia degree from Ramakrishna Mission. He has over four years of journalism experience, specializing in entertainment, lifestyle, technology, and travel. In his free time, he enjoys watching movies and web series and exploring new places. Contact: [email protected].

X