Fixed Deposit

Fixed Deposit: ১ লাখ টাকার ফিক্সড ডিপোজিটে কত টাকা মিলবে রিটার্ন? এই ব্যাঙ্ক দিচ্ছে সবথেকে ধামাকা অফার

নিউজশর্ট ডেস্কঃ ব্যাঙ্ক(Bank) এবং পোস্ট অফিস(Post Office) হল সাধারণ মধ্যবিত্ত মানুষের অর্থ সঞ্চয়ের জন্য সবথেকে নির্ভরশীল জায়গা। আবার নিশ্চিত ও নিরাপদে মোটা টাকা রিটার্নের জন্য মধ্যবিত্ত মানুষদের কাছে সবথেকে জনপ্রিয় হলো ফিক্সড ডিপোজিট(Fixed Deposit)।

বর্তমানে ফিক্সড ডিপোজিটে রিটার্ন আরো বেশি সুবিধাজনক এবং আকর্ষণীয় হয়ে উঠছে। যার ফলে বিনিয়োগকারীরা এইদিকে বেশি ঝুঁকছেন। সাধারণ মানুষের টাকা রাখার ক্ষেত্রে কোথায় কত টাকা সুদ মিলবে? কত দিনে কত টাকা রিটার্ন পাওয়া যাবে সমস্ত কিছুই হিসেব-নিকাশ করে থাকে।

এখন ফিক্সড ডিপোজিট ক্যালকুলেটরের মাধ্যমে কত বছরের মেয়াদে কতটা সুদ মিলবে এবং কত টাকা বিনিয়োগ করলে কত টাকা রিটার্ন পাওয়া যাবে সমস্ত কিছুর হিসেবে পাওয়া যায়। ৫ বছর মেয়াদের ফিক্সড ডিপোজিটের ওপর মানুষ সবথেকে বেশি টাকা ইনভেস্ট করে থাকেন। তবে বিভিন্ন ব্যাঙ্কের সুদের হার বিভিন্ন হয়ে থাকে।

Fixed Deposit

আরও পড়ুন: BSNL: ৩৩০০ জিবি ডেটা সঙ্গে Disney+Hotstar-র ফ্রি সাবস্ক্রিপশন! BSNL-র এই প্ল্যানের কাছে পাত্তা পাবে না Jio

কোথাও ৩.৫০ শতাংশ থেকে ৬.৫০ শতাংশ পর্যন্ত সুদ পাওয়া যায়। আবার প্রবীণ নাগরিকেরা এক্ষেত্রে ৫০ বেসিস পয়েন্ট বেশি সুদ পান। আজকের এই প্রতিবেদনে ইন্ডিয়ান ব্যাংকে ১ লাখ টাকার ফিক্সড ডিপোজিট রাখলে কত টাকা রিটার্ন পেতে পারেন সে সম্পর্কে বিস্তারিত জানাবো।

Fixed Deposit

ধরুন, একজন বিনিয়োগকারী ৫ বছর মেয়াদে ইন্ডিয়ান ব্যাংকে ১ লাখ টাকা ফিক্সড ডিপোজিট করেছেন। সেক্ষেত্রে সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী, ৬.৫ শতাংশ হারে সুদ দেবে ইন্ডিয়ান ব্যাঙ্ক। অর্থাৎ এক্ষেত্রে সুদ হিসেবে পাওয়া যাবে ৩৮,০৪২ টাকা। ৫ বছর পরে আপনি মোট রিটার্ন পাচ্ছেন ১ লক্ষ ৩৮ হাজার ৪২ টাকা।

Avatar

Papiya Paul

X