রবিবার এশিয়া কাপের হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হয়েছিল দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। এই ম্যাচে পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়ে দিয়েছে ভারত। তবে ম্যাচ জিতলেও আইসিসি শাস্তির কবলে পড়তে হল ভারতকে।
নির্ধারিত সময়ের মধ্যে সম্পূর্ণ ওভার শেষ করতে না পারার কারণে শাস্তির কবলে পড়ল রোহিত শর্মার ভারত। তবে ভারত একাই নয় এই ম্যাচে নির্ধারিত সময়ের মধ্যে ভারত এবং পাকিস্তান দুই দলই নিজেদের সম্পূর্ণ ওভার শেষ করতে পারেনি। আর তাই ম্যাচ শেষে ভারত এবং পাকিস্তান দুই দলকেই মোটা অঙ্কের জরিমানা করল আইসিসি।
নির্ধারিত সময়ে দুই দেশই দু’ওভার করে কম বল করেছিল। প্রতি ওভার পিছু ২০ শতাংশ ম্যাচ ফি জরিমানা করা হয়েছে। দু’দেশের ক্রিকেটারদের ৪০ শতাংশ ম্যাচ ফি জরিমানা করা হয়েছে।