Arijit

ভালো খেলেও বারবার বঞ্চিত, অবশেষে ক্রিকেটকে বিদায় জানালেন ভারতীয় অলরাউন্ডার

বর্তমান বিশ্ব ক্রিকেটের বিস্ময়কর নাম জেমস অ্যান্ডারসন। ইংল্যান্ডের এই তারকা বোলার দীর্ঘ কয়েক বছর ধরে আন্তর্জাতিক ক্রিকেটকে শাসন করছেন। বিশেষ করে টেস্ট ফরম্যাটের বর্তমানে তার বিকল্প নেই। চলতি ভারত বনাম ইংল্যান্ড টেস্ট সিরিজে বিরাট কোহলি, চেতেশ্বর পুজারা, রোহিত শর্মারা যে জেমস অ্যান্ডারসনকে সামলাতে হিমশিম খেয়ে যাচ্ছেন সেই অ্যান্ডারসনকে 2014 সালে দিশাহীন করে দিয়েছিলেন ভারতীয় ক্রিকেটার স্টুয়ার্ট বিনি। এখনও পর্যন্ত একদিনের ক্রিকেটে ভারতের সেরা বোলিং রেকর্ড তাঁর দখলেই। এবার 37 বছর বয়সে এসে আন্তর্জাতিক এবং ঘরোয়া ক্রিকেট থেকে অবসর গ্রহণ করলেন স্টুয়ার্ট বিনি।

   

প্রাক্তন ভারতীয় ক্রিকেটার রজার বিনির ছেলের স্টুয়ার্ট বিনি। ভারতের হয়ে 2014 সাল থেকে 2016 সাল পর্যন্ত 14 টি একদিনের, ছ’টি টেস্ট এবং 3 টি টিটোয়েন্টি ম্যাচ খেলেছেন স্টুয়ার্ট বিনি। এই ভারতীয় অলরাউন্ডার মূলত লোয়ার মিডল অর্ডারে নেমে দ্রুত গতিতে রান তুলতেন, এছাড়াও বল হাতে হালকা সুইংয়ে সঙ্গে মিডিয়াম পেস বোলিং করতেন।

2014 সালে অভিষেক টেস্ট ম্যাচে অ্যান্ডারসন, ব্রডদের পিটিয়ে 114 বলে 78 রানের দুর্দান্ত ইনিংস খেলেছিলেন বিনি। সেই বছরই বাংলাদেশের বিরুদ্ধে একদিনের ক্রিকেটে 4 রান দিয়ে 6 টি উইকেট নিয়েছিলেন তিনি। একদিনের ক্রিকেটে এটিই এখন পর্যন্ত ভারতের সেরা বোলিং।