Papiya Paul

বলিউডে টাকার ছড়াছড়ি! চলতি বছরে মুক্তি পেতে চলেছে প্রায় ৫০০ কোটির বাজেটের এই ৭ ছবি!

চলতি বছরে বেশকিছু বিগ বাজেটের ছবি মুক্তি পেতে চলেছে। এখানে কোন ছবির বাজেট ৩০০ কোটি, কোনটা আবার ৫০০ কোটির বেশি বাজেট হাতে নিয়ে নেমেছেন নির্মাতারা। আবার এই বিগ বাজেটের ছবিগুলোতে দেখা যেতে পারে আলিয়া ভাট এবং রণবীর কাপুর, অক্ষয় কুমার সহ আরো অনেককে। যদিও শুধু বলিউড বললেই ভুল হবে, দক্ষিণের ইন্ডাস্ট্রিতেও এ বছর প্রচুর বিগ বাজেটের ছবি রয়েছে।

   

ঠিক যেমন ২০২২ সালে মুক্তি পেতে চলেছে ‘আচার্য’, এই ছবিতে জুটি বাঁধছেন বাবা ও ছেলে চিরঞ্জীবী এবং রামচরণ। এছাড়া থাকবেন পূজা হেগড়ে ও কাজল আগারওয়াল। এছাড়া আছেন বলিউডের সোনু সুদ এবং বাংলার যীশু সেনগুপ্ত। এই ছবির বাজেট ১০০ কোটির উপরে।সব কিছু মিলিয়ে নাকি ১৪০ কোটির উপর বাজেট ছাড়িয়ে গিয়েছে। এছাড়া চলতি বছরে মুক্তি পেতে চলেছে প্রভাস ও পূজা হেগড়ে এর রোম্যান্টিক ছবি ‘রাধে শ্যাম’। সাড়ে ৩০০ কোটি টাকা দিয়ে এই ছবি তৈরি করা হয়েছে। মার্চের শুরুর দিকে এই ছবি মুক্তি পেতে পারে বলে জানা গিয়েছে।

বলিউডে এবার মুক্তি পেতে চলেছেন চলেছে পরিচালক চন্দ্রপ্রকাশ দ্বিবেদীর ‘পৃথ্বীরাজ’। এই ছবিতে অভিনেত্রী হিসেবে ডেবিউ করছেন প্রাক্তন মিস ওয়ার্ল্ড মানুষী চিল্লার। পৃথ্বীরাজ চৌহান এর দায়িত্ব সামলাবেন অক্ষয় কুমার। এখানে বাজেটে নাকি ৩০০ কোটি পেরিয়ে গিয়েছে। বলিউডের বহুপ্রতীক্ষিত ছবি ‘ব্রহ্মাস্ত্র’ কে নিয়ে বহুদিন চর্চা চলছে। সেই ২০১৮ সাল থেকে এই ছবির কাজ শুরু হয়েছে। এই ছবিতে রণবীর কাপুর, আলিয়া ভাট ও অমিতাভ বচ্চন রয়েছেন। এতেও বাজেট নাকি ৩০০ কোটি টাকার কাছাকাছি।

বলিউডে থাবা বসাতে আসছে আর এক জনপ্রিয় দক্ষিণী ছবি ‘আর আর আর’। করোনার কারণে বেশ কিছুদিন ধরে বার বার পিছিয়ে যাচ্ছে ছবির মুক্তি। প্রায় ৪০০ কোটি টাকা শেষ হয়ে গিয়েছে এই ছবির পিছনে। ঐশ্বর্য রায় প্রায় দু বছরের বেশি সময় পর ছবিতে ফিরছেন। যদিও বলিউডে নয় তামিল ভাষা এই ছবির নাম ‘পন্নিইন সেলবন’, ছবির বাজেট নাকি ৫০০ কোটি টাকা।

এই বছরে আর একটি ছবি মুক্তি পেতে চলেছে যার নাম ‘আদি পুরুষ’, যেখানে প্রভাস রয়েছে। এছাড়া সইফ আলী খানকে দেখা যাবে। এই ছবির বাজেট নাকি ৫০০ কোটির কাছাকাছি। আগস্ট মাসে এই ছবি মুক্তি পাওয়ার কথা বলে গুঞ্জন চলছে।