নিউজশর্ট ডেস্কঃ যতদিন যাচ্ছে ততই বেড়ে চলেছে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম। একদিকে বাজারে সবজি থেকে খাদ্যশস্য কিনতে গিয়ে নাভিশ্বাস উঠছে। তেমনি মধ্যবিত্তের যাতায়াতের জন্য প্রয়োজনীয় জ্বালানি তেলের দামও বেড়েছে। অনেকেই চাতকের মত চেয়ে আছেন কমে কমবে মূল্যবৃদ্ধি! বিশেষ করে যাদের রুজিরুটির জন্য প্রতিদিন বাইক কিংবা ট্যাক্সি চালাতে হয় তারা বুঝতে পারছেন, পেট্রল ডিজেলের দাম বেড়ে যাওয়ায় মূল্যবৃদ্ধি বাড়লেও আয় কমছে। তবে এবার কিছুটা হলেও স্বস্তির খবর শোনাল সরকার। যেটা শোনার পর আনন্দে লাগিয়ে উঠছে আমজনতা।
হু হু করে কমবে জ্বালানি তেলের দাম
বর্তমান সময় দাঁড়িয়ে ভারতবর্ষে বাইকে পেট্রলই ব্যবহৃত হয়। এছাড়া চার চাকা গাড়ির ক্ষেত্রে পেট্রল ও ডিজেল দুই ব্যবহার করা হয়। তবে এবার জানা যাচ্ছে এক নতুন ধরণের ফুয়েল আসতে চলেছে বাজারে। যেটা এখনের জ্বালানি তেলের থেকেও ২০ শতাংশ পর্যন্ত সস্তা হতে পারে। হ্যাঁ ঠিকই দেখছেন, শীঘ্রই সস্তায় ফ্লেক্স ফুয়েল লঞ্চ হতে চলেছে গোটা দেশে। যার ফলে একদিকে যেমন পরিবেশ দূষণ কিছুটা কমবে তেমনি আপনার পকেটেও মাসের শেষে কিছু অতিরিক্ত টাকা বাঁচবে।
কি জিনিস এই ফ্লেক্স ফুয়েল?
এমনিতে আমরা গাড়িতে পেট্রোল ব্যবহার করে থাকি। তবে পেট্রোলের সাথে যদি নির্দিষ্ট মাত্রায় ইথানল ও মিথানল মিশিয়ে দেওয়া যায় তাহলেই তৈরী হয়ে যাবে ফ্লেক্স ফুয়েল (Flex Fuel)। ইতিমধ্যেই এর দুটি ভেরিয়েন্ট বাজারে হাজির হয়েছে ও রিসার্চ চলছে, সেগুলি হল E20 ও E50। এখনের বাইকের ইঞ্জিন এই তেল সাপোর্ট না করলেও খুব শীঘ্রই বাইক প্রস্তুত কারক সংস্থা এই ফুয়েল দিয়ে চলার মত দুচাকা তৈরী করে বাজারে লঞ্চ করবে।
E20 ও E50 ফ্লেক্স ফুয়েল কি?
আগেই বলেছি ফ্লেক্স ফুয়েলের ভেরিয়েন্ট হল E20 ও E50। এবার আসা যাক এই জ্বালানির উপাদান প্রসঙ্গে। ৮০% পেট্রোলের সাথে যদি ২০% ইথানল মিশিয়ে দেওয়া হয় তাহলে সেটা হয়ে যায় E20 পেট্রোল। যেটা একইরকম পারফর্মেন্স দিলেও দামে সাধারণ পেট্রোলের থেকে সস্তা। একইভাবে যদি ৫০% পেট্রোল ও বাকি ৫০% ইথানল ও মিথানলের মিশ্রণ দেওয়া হয় তাহলে সেটা হয়ে যায় E50 পেট্রোল। যেটা নরমাল পেট্রোলের তুলনায় অনেকটাই সস্তা।
আরও পড়ুনঃ ট্রেন তো নয় যেন আস্ত প্রাসাদ! ভারতের সবচেয়ে দামি এই ৪ ট্রেনের ভাড়া শুনেই ‘হেঁচকি’ উঠে যাবে
কত টাকা বাঁচতে পারে?
যেমনটা জানা যাচ্ছে, যদি E20 পেট্রোলের দাম হিসাব করা হয় তাহলে দেখা যাবে ৮০% পেট্রোলের জন্য ৭৬.৮০ টাকা ও ২০% ইথানলের জন্য ১১ টাকা মিলিয়ে এক লিটার E20 Petrol এর দাম হবে ৮৭.৮০ টাকা। যেখানে ১ লিটার পেট্রোলের দাম ১০৬ টাকা লিটার। অর্থাৎ প্রতি লিটারে ১৮ টাকা মত বেঁচে যাবে।