Arijit

হকিতে পাকিস্তানকে ৩-১ গোলে উড়িয়ে দিল ভারত, জোড়া গোল করে নায়ক হরমনপ্রীত

এসিয়ান হকি চ্যাম্পিয়নশিপে মুখোমুখি হয়েছিল দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত এবং পাকিস্তান। শুক্রবার ছিল এই মহ দ্বৈরথ। হাইভোল্টেজ এই ম্যাচে 3-1 গোলে পাকিস্তানকে উড়িয়ে দিল ভারত। গোটা ম্যাচে পাকিস্তানের ওপর কার্যত জাঁকিয়ে বসে ছিল ভারত, মাথা তুলে দাঁড়াতেই পারেনি পাকিস্তান।

   

ম্যাচের শুরুতেই প্রথম পেনাল্টি কর্নার পেয়ে যায় ভারত কিন্তু সেই সুযোগ নষ্ট করেন ভারতের হরমনপ্রীত সিংহ। তবে সাত মিনিটের মাথায় দ্বিতীয় পেনাল্টি কর্ণার থেকে দুর্দান্ত গোল করে ভারতকে এগিয়ে দেন অধিনায়ক হরমনপ্রীত সিংহ। তারপর আরও দুটি গোলের সুযোগ চলে এসেছিল ভারতের সামনে। তবে প্ৰথমে সুযোগ নষ্ট করেন সুমিত, তারপর হরমনপ্রীতের প্রচেষ্টা দক্ষতার সঙ্গে বাঁচিয়ে দেন পাকিস্তানের গোলরক্ষক।

দ্বিতীয় কোয়ার্টারে আরও দাপটের সঙ্গে খেলতে থাকে ভারত। ভারতের একের পর এক আক্রমণে দিশেহারা হয়ে ওঠে পাকিস্তান। তবে গোলের সুযোগ পেয়েও জালে বল জড়াতে ব্যর্থ হচ্ছিল ভারত। তৃতীয় কোয়ার্টারে ভারতের হয়ে ব্যবধান বাড়ান আকাশদীপ সিংহ। তবে তৃতীয় কোয়ার্টারের শেষের দিকে গোল শোধ করে পাকিস্তান। চতুর্থ কোয়ার্টারে ফের ব্যবধান বাড়ায় ভারত। ম্যাচ শেষ হয় ভারত 3, পাকিস্তান 1 ফলাফলে। জোড়া গোল করে ম্যাচের সেরা হন ভারত অধিনায়ক হরমনপ্রীত সিংহ।