Arijit

বাঙালিদের হতাশ করে ‘ইন্ডিয়ান আইডল-১২’-এর বিজয়ী পবনদীপ, রানার্স বাংলার অরুনিতা

রবিবার দেশের স্বাধীনতা দিবসের দিনই ছিল এবারের ইন্ডিয়ান আইডলের ফাইনাল। দীর্ঘ আট মাস ধরে চলছিল এবারের ইন্ডিয়ান আইডল। স্বাভাবিকভাবে সকল ভারতীয় সঙ্গীতপ্রেমীদের মনে একটা আলাদা জায়গা করে নিয়েছিল এই রিয়েলিটি শো। সকলেই অধীর আগ্রহে অপেক্ষা করেছিলেন এবারের ইন্ডিয়ান আইডলে কে চ্যাম্পিয়ন হবে সেই নিয়ে। তবে এবারের ইন্ডিয়ান আইডল নিয়ে বেশ আগ্রহ দেখা গিয়েছিল বাঙালিদের মনে। কারণ বনগাঁর মেয়ে অরুনিতা কাঞ্জিলাল এবারের ইন্ডিয়ান আইডলে দারুন পারফরম্যান্স করছিলেন। ফাইনাল জেতার দাবিদারও ছিলেন তিনি। স্বাভাবিক ভাবেই বাঙালীদের মনে বাড়তি আকর্ষণ তৈরি হয়েছিল এবারের ইন্ডিয়ান আইডল নিয়ে।

   

রাত বারোটা বাজতেই ঘোষিত হল ‘ইন্ডিয়ান আইডল-12’ এর বিজয়ীর নাম। দর্শকদের বিচারে এবং নিজের পারফরমেন্সের উপর ভিত্তি করে ‘ইন্ডিয়ান আইডল-12’ এর চ্যাম্পিয়ন হলেন উত্তরাখণ্ডের ছেলে পবনদীপ রাজন। হতাশ হলেন বাঙালিরা তবে বাঙালিদের জন্য খুব একটা হতাশার কারণ নেই। কারণ চ্যাম্পিয়ন হতে না পারলেও রানার্স হলেন বাংলার মেয়ে অরুনিতা কাঞ্জিলাল। দ্বিতীয় পজিশনে শেষ করলেন তিনি।

দ্বাদশ সেশনের চ্যাম্পিয়ন হিসেবে 25 লক্ষ টাকা এবং একটি ব্র্যান্ড নিউ গাড়ি উপহার পেলেন পবনদীপ রাজন। অপরদিকে দ্বিতীয় এবং তৃতীয় স্থান অধিকারী অরুনিতা ও সায়লি পেলেন পাঁচ লক্ষ টাকা করে।