Arijit

চূড়ান্ত হল দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম একাদশ, তিন সিনিয়র ক্রিকেটারকে বাদ দিচ্ছেন কোহলি

আগামী 26 শে ডিসেম্বর থেকে শুরু হচ্ছে ভারত ও দক্ষিণ আফ্রিকার মধ্যে তিন ম্যাচের টেস্ট সিরিজ। ইতিমধ্যেই দক্ষিণ আফ্রিকা উড়ে গিয়েছে বিরাট কোহলির নেতৃত্বাধীন সমগ্র ভারতীয় দল। তবে এই সিরিজ শুরুর আগে সদ্য নির্বাচিত ভারতীয় টেস্ট দলের সহ অধিনায়ক রোহিত শর্মা চোটের কারণে টেস্ট সিরিজ থেকে ছিটকে গিয়েছেন। স্বাভাবিক ভাবেই রোহিতের অনুপস্থিতিতেই প্রথম একাদশে বেশ কিছু পরিবর্তন ঘটতে চলেছে।

   

রোহিত শর্মার পরিবর্তে এই টেস্ট সিরিজে ভারতীয় দলের সহ-অধিনায়ক হয়েছেন কে এল রাহুল। সমগ্র টেস্ট সিরিজে কে এল রাহুলই বিরাট কোহলির ডিপুটি হিসেবে কাজ করবেন।

রোহিতের অনুপস্থিতি এই টেস্ট সিরিজে রাহুলের সঙ্গে ওপেন করবেন মায়াঙ্ক আগারওয়াল। যেহেতু এই টেস্ট সিরিজে চোটের কারণে রোহিত এবং শুভমান গিল দুজনেই অনুপস্থিতি তাই ওপেনিংয়ে মায়াঙ্ক হতে চলেছেন অটোমেটিক চয়েস।

এছাড়াও দীর্ঘদিন ধরে অফ ফর্মে থাকার কারণে ব্যাটে রানের খরা চলছে আজিঙ্কা রাহানের। অপরদিকে নিউজিল্যান্ডের বিরুদ্ধে অভিষেক টেস্ট ম্যাচে খেলতে নেমে নিজের যোগ্যতার প্রমাণ দিয়েছেন শ্রেয়াস আইয়ার। স্বাভাবিকভাবেই এই সিরিজে রাহানের পরিবর্তে শ্রেয়াস আইয়ারের খেলার সম্ভাবনা প্রবল। অপরদিকে ঋদ্ধিমান সাহার পরিবর্তে প্রথম একাদশে চলেছেন আসতে চলেছেন ঋষভ পন্থ। অপরদিকে মহম্মদ সিরাজ, ইশান্ত শর্মার পরিবর্তে প্রথম একাদশে আসতে পারেন।

এক নজরে দেখে নেওয়া যাক দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্টে ভারতের সম্ভাব্য প্রথম একাদশ:-
মায়াঙ্ক আগারওয়াল, কে এল রাহুল, চেতেশ্বর পুজারা, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, ঋষভ পন্থ, রবীচন্দ্রন অশ্বিন, শার্দূল ঠাকুর, মহম্মদ সিরাজ, মহম্মদ সামি, জাসপ্রিত বুমরাহ।