নিউজশর্ট ডেস্কঃ ভারতবর্ষের সর্বাধিক ব্যবহৃত যোগাযোগ মাধ্যমের অন্যতম একটি হল ট্রেন (Trains)। সময়ের সাথে সাথে জনগণের স্বার্থে একাধিক নতুন সুযোগ সুবিধা নিয়ে হাজির হয়েছে ভারতীয় রেল (Indian Railway)। লোকাল ট্রেন থেকে শুরু করে দূরপাল্লার ট্রেনে যাত্রীদের অসুবিধা সম্পর্কে জেনে সেগুলি সমাধানের চেষ্টাও চালিয়ে যাচ্ছে রেল কর্তৃপক্ষ অবিরত। আর এবার সাধারণ মানুষের জন্য এক দারুন সুখবর দিল ভারতীয় রেল।
যাতায়াতের সহজ ও সস্তা মাধ্যম হিসাবে প্রতিদিন কোটি কোটি মানুষ ট্রেন ব্যবহার করেন। কিন্তু করোনাকাল থেকেই বহু স্পেশাল ট্রেন চালু করা হয়েছিল যেগুলির ভাড়া ছিল অনেকটাই বেশি। পরবর্তিকলাই সেই ট্রেন বন্ধ করে পুনরায় চালু করা হলেও ট্রেনগুলির নাম থেকে ‘স্পেশাল’ শব্দটি সরেনি। যে কারণে অতিরিক্ত ভাড়া গুনতে হত। তবে এবার আর নয়, স্পেশাল ট্রেন নিয়ে বড় সিদ্ধান্ত নিল রেল কর্তৃপক্ষ।
যেমনটা জানা যাচ্ছে, ৫০০ এরও বেশি লোকাল ট্রেনের নামের থেকে স্পেশাল শব্দটি তুলে নেওয়া হচ্ছে। এর ফলে ট্রেনের ভাড়াও কমে যাবে অনেকটাই। কিভাবে বুঝবেন ট্রেনটি স্পেশাল ট্রেন ছিল? উত্তর হল ট্রেনের নাম্বারের শুরু যদি ‘০’ দিয়ে শুরু হয় তাহলেই বুঝতে হবে সেটি স্পেশাল ট্রেন ছিল।
আরও পড়ুনঃ ভুলে যান লক্ষীর ভান্ডার! অ্যাকাউন্টে টাকা ঢুকল বলে, প্রতি মাসে ৩০০০ পাবে মহিলারা
ইতিমধ্যেই উত্তরভারত রেলওয়ের দিল্লি, আম্বালা, লাখনৌ, মুরাদাবাদ ও ফিরোজপুর ডিভিশনে এই নিয়ম জারির কাজ শুরু হয়ে গিয়েছে। আশা করা হচ্ছে শীঘ্রই পশ্চিমবঙ্গেও খুব শীঘ্রই এই নিয়ম লাগু হবে। যার ফলে যাত্রীদের কিছুটা হলেও স্বস্তি মিলবে।