Vivek Express,Sewagram SF Express,Indian Railway,সেবাগ্রাম এসএফ এক্সপ্রেস,বিবেক এক্সপ্রেস,ইণ্ডিয়ান রেলওয়ে

ভারতের সবথেকে দূরের যাত্রাপথ পৌঁছাতে সময় লাগে মাত্র সাড়ে ৩ দিন, সপ্তাহে কবে কবে মিলবে এই বিশেষ ট্রেন!

বিশ্বের সবচেয়ে বৃহওম রেল নেটওয়ার্ক ভারতীয় রেল(Indian Railway)। বেশিরভাগ ভারতীয়রাই নির্ভর করেন ট্রেনের ওপরেই। কম খরচে আরামদায়ক পরিষেবা পেতে ভরসা একমাত্র ট্রেন(Train)। এশিয়ার ২ নম্বরে এবং গোটা পৃথিবীতে ৪ নম্বরে স্থান পেয়েছে ভারতীয় রেলওয়ে। সারা ভারতে মোটামোটি  ৯২,০৮১ কিলোমিটার অঞ্চল জুড়ে ছড়িয়ে রয়েছে ভারতীয় রেলওয়ের যাত্রাপথ। ছোট-বড় রেলস্টেশন মিলিয়ে মোট ৮,৫০০ রেলওয়ে স্টেশন রয়েছে। জানা যাচ্ছে, প্রায় ২২ মিলিয়নের বেশি মানুষ রোজ ট্রেনে যাতায়াত করেন।

ভারতীয় রেলের এক্সপ্রেস ট্রেনগুলি দেশের একপ্রান্ত থেকে অন্য প্রান্ত খুব সহজেই পৌঁছে দিতে পারে যাত্রীদের। প্রত্যেকটি ট্রেনেরই নির্দিষ্ট সময় রয়েছে গন্তব্যে পৌঁছানোর। তবে জানেন কী ভারতের সবচেয়ে লম্বা রুটের ট্রেন ‘বিবেক এক্সপ্রেস’। খুব কম সময়েই এই ট্রেন যাত্রীদের পৌঁছে দেয় তাঁদের গন্তব্যে।

ডিব্রুগ্রাম থেকে রওনা দিয়ে কন্যাকুমারী পর্যন্ত পাড়ি দেয় এই ট্রেন। মাত্র ৮২ ঘণ্টা অর্থাৎ সাড়ে তিন দিনেই পুরো পথ অতিক্রম করে ট্রেন। খুব সহজেই যাত্রীদের পৌঁছে দেয় তাঁদের গন্তব্যে। রেল দফতর সূত্রে জানা যায়, সাড়ে ৩ দিনে প্রায় ৪ হাজার ১৮৯ কিলোমিটার পথ পাড়ি দেয় ভারতের সবচেয়ে দ্রুত এই ট্রেন। মোট ৫৬ ষ্টেশনের ওপর দিয়ে পেরিয়ে  কন্যাকুমারী পৌছান যাত্রীরা।

Vivek Express,Sewagram SF Express,Indian Railway,সেবাগ্রাম এসএফ এক্সপ্রেস,বিবেক এক্সপ্রেস,ইণ্ডিয়ান রেলওয়ে

বর্তমানে ট্রেন সংখ্যা ১৫৯০৬ ডিব্রুগ্রাম-কন্যাকুমারী বিবেক এক্সপ্রেস সপ্তাহে মাত্র ২ দিন পাওয়া যায়। বর্তমানে শনিবার এবং রবিবার চলছে এই ট্রেন। কিন্তু জানা যাচ্ছে, চলতি বছরের ৭ মে থেকে সপ্তাহে ৪ দিন চলবে এই ট্রেন। শনিবার-রবিবারের পাশাপাশি এই ট্রেন চলবে মঙ্গলবার এবং বৃহস্পতিবার। অন্যদিকে ট্রেন সংখ্যা ১৫৯০৫ কন্যাকুমারী-ডিব্রুগ্রাম বিবেক এক্সপ্রেস সপ্তাহে চলবে ৪ দিন। বর্তমানে এই ট্রেন চলছে বৃহস্পতিবার এবং রবিবার। তবে চলতি বছরের  ১১ মে থেকে এই ট্রেন চলবে বুধবার,বৃহস্পতিবার,শনিবার এবং সোমবার।

Vivek Express,Sewagram SF Express,Indian Railway,সেবাগ্রাম এসএফ এক্সপ্রেস,বিবেক এক্সপ্রেস,ইণ্ডিয়ান রেলওয়ে

এ তো হল ভারতীয় রেলের সবচেয়ে দূরের ট্রেনের কথা। তবে জানেন কী ভারতীয় রেলওয়ে এমন এক ট্রেন আছে মাত্র ৮ মিনিটেই পৌঁছে দেয় গন্তব্যস্থলে। মাত্র ৩ কিলোমিটার পথ পাড়ি দেয় এই ট্রেন। এই ট্রেনের নাম সেবাগ্রাম এসএফ এক্সপ্রেস। নাগপুর থেকে অজনি মোট ৩ কিলোমিটার পথ পাড়ি দেয়  এই ট্রেন।

Avatar

Additiya

X