পার্থ মান্নাঃ গরিব মধ্যবিত্ত থেকে বড়লোক ট্রেনে যাত্রা কমবেশি সকলেই করেন। এক্ষেত্রে সকলেই জানেন যে টিকিট ছাড়া ট্রেনে যাত্রা করা আইনত অপরাধ। এর জন্য ফাইন থেকে শুরু করে জরিমানা কিংবা উভয়ই হতে পারে। কিন্তু জানেন কি আপনার কাছে টিকিট থাকলেও টিটি সাহেব আপনাকে নামিয়ে দিতে পারেন ট্রেন থেকে। ভাবছেন তাও আবার হয় নাকি! আজ্ঞে হ্যাঁ রেলের রুলবুকে এমনও একটি নিয়ম রয়েছে যেটা সম্পর্কে খুব কম লোকেই জানেন।
ভারতীয় রেলের নিয়ম
আসলে রেখে সফর করতে গেলে বেশ কিছু নিয়মের পালন করতে হয়। বিশেষ করে দূরপাল্লার এক্সপ্রেস ট্রেনের ক্ষেত্রে একাধিক নিয়ম রয়েছে যেগুলোর উলঙ্ঘন করা হলে টিকিট পরীক্ষক যাত্রীকে ট্রেন থেকে নামিয়েও দিতে পারেন। মূলত ট্রেনে থাকা যাত্রীদের সুরক্ষা নিশ্চিত করতেই বেশ কিছু নিয়ম বানানো হয়েছে। আজ আপনাদের সেই নিয়ম সম্পর্কে জানাবো যেটা দেখিয়ে টিটি টিকিট থাকা সত্ত্বেও ট্রেন থেকে নামিয়ে দিতে পারেন।
এক্সপ্রেস ট্রেনে ভ্রমণের ক্ষেত্রে নিয়ম
সাধারণত এক্সপ্রেস ট্রেন চলা শুরু করলে টিকিট পরীক্ষক বিভিন্ন কোচে গিয়ে গিয়ে যাত্রীদের টিকিট পরীক্ষা করতে শুরু করেন। এক্ষেত্রে যাদের কোনো বৈধ টিকিট থাকে না তাদের ফাইন করা হয়। এমনকি কিছুক্ষেত্রে ট্রেন থেকে নামিয়েও দেওয়া হতে পারে। এছাড়াও আরও একাধিক নিয়ম মাথায় রাখতে হয় টিটিকে। কারণ নিয়ম ভঙ্গ হলে ও অভিযোগ উঠলে টিটিও সাসপেন্ড হয়ে যেতে পারেন।
রেলের নিয়ম অনুযায়ী, টিকিট পরীক্ষক যদি কোনো যাত্রীকে দেখে অসুস্থ মনে করেন বা মনে হয় আগে আরও অসুস্থ হয়ে পড়তে পারেন তাহলে তাকে দ্রুত ট্রেন থেকে নামানোর ব্যবস্থা করতে পারেন। তবে এক্ষেত্রে রেলের তরফ থেকে প্রাথমিক চিকিৎসা করা হবে।
কেন রয়েছে এই নিয়ম?
আসলে যাত্রীদের সুরক্ষার জন্যই এই নিয়ম তৈরী করা হয়েছে। কারণ চলন্ত ট্রেনে এমার্জেন্সি মেডিকেল সুবিধা সেভাবে পাওয়া সম্ভব নয়। তাই আগে থেকেই যদি অসুস্থতা বুঝতে পারা যায় তাহলে যাত্রীকে ট্রেন থেকে নামানোর আদেশ দিয়ে একদিকে যেমন তার চিকিৎসার ব্যবস্থা কর সম্ভব হবে। তেমনি বাকি যাত্রীদেরও কোনো অসুবিধার সম্মূখীন হতে হবে না।