Vande Bharat Express

Vande Bharat Express: বন্দে ভারত নিয়ে বড় ঘোষণা ভারতীয় রেলের! আরও চওড়া হল আম জনতার মুখের হাসি

নিউজ শর্ট ডেস্ক: আমাদের দেশের লাইফ লাইন ভারতীয় রেল (Indian Rail)। দেশের প্রতিটি কোণায় কোণায় শিরা-ধমনীর মতো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এই ভারতীয় রেল নেটওয়ার্ক।  শুরুটা পরাধীন ভারতে ইংরেজদের হাত ধরে হলেও সময়ের সাথে আমুল পাল্টে গিয়েছে ভারতীয় রেলের পরিবহন ব্যবস্থা।  প্রতি মুহূর্তে যাত্রীদের উন্নত পরিষেবা দিতে সদা ব্যস্ত ভারতীয় রেল।

তাই যাত্রীদের সফর আরও বেশি নিরাপদ আর আরামদায়ক করে তোলার পাশাপাশি ভারতীয় রেলে নতুন গতি দিয়েছে বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Express)। তাই এই মুহূর্তে দেশবাসীর অন্যতম পছন্দের ট্রেন হল বন্দে ভারত এক্সপ্রেস ৷ তাই জনপ্রিয়তার সাথে দিনে দিনে যাত্রী সংখ্যা বাড়তে থাকায় বাড়ছে বন্দে ভারত এক্সপ্রেসের সংখ্যও।

১৭ ডিসেম্বর উত্তরপ্রদেশ থেকে শুরু হয়েছে দ্বিতীয় বন্দে ভারত এক্সপ্রেসের যাত্রা ৷ বিহারের নিত্য যাত্রীদের জন্যও আসছে বিরাট সুযোগ৷ দেশের প্রথম বন্দে ভারতের যাত্রা শুরু হয়েছে বারাণসী থেকে ৷ ২০১৯  সালের ১৫ ফেব্রুয়ারি শুরু হয় বন্দে ভারতের যাত্রা ৷ এরপর থেকে দেশজুড়ে বিভিন্ন রুটে ৩৫টি বন্দে ভারত যাত্রা শুরু করে।

Indian Rail,ভারতীয় রেল,Vande Bharat Express,বন্দে ভারত এক্সপ্রেস,বাংলা খবর,Bangla Khobor,Bengali Khobor,Bangla,Bengali

যেই শহর থেকে প্রথম বন্দে ভারতের যাত্রা শুরু হয়েছিল এবার সেই শহর থেকেই শুরু হতে চলেছে দ্বিতীয় বন্দে ভারত৷ তবে এবার যে বন্দে ভারত এক্সপ্রেস চালু হচ্ছে, সেটার রং কমলা। রেল মন্ত্রক সূত্রে খবর প্রযুক্তিগত দিক দিয়ে আগের থেকে অনেক বেশি বাড়তি সুযোগ-সুবিধা থাকছে নতুন বন্দে ভারত এক্সপ্রেসে।

আরও খবর: ঝড়-বৃষ্টির সাথেই হাড় কাঁপানো শীত! আরও নামবে শীতের পারা, সতর্ক করল আবহাওয়া অফিস

Indian Rail,ভারতীয় রেল,Vande Bharat Express,বন্দে ভারত এক্সপ্রেস,বাংলা খবর,Bangla Khobor,Bengali Khobor,Bangla,Bengali

বারাণসী-নয়াদিল্লি-বারাণসী রুটের নতুন বন্দে ভারত এক্সপ্রেসে থাকবে ওয়াই-ফাই, জিপিএস-নির্ভর প্যাসেঞ্জার ইনফরমেশন সিস্টেম, বায়ো-ভ্যাকুম টয়লেট, আর প্রতিটি আসনের নীচে চার্জিং পয়েন্ট। সেইসঙ্গে এয়ার কন্ডিশনিং ব্যবস্থা আরও উন্নত করা হচ্ছে।  রেলের তরফে জানানো হয়েছে,যাত্রীদের সফর আরও আরামদায়ক করে তুলতে প্রায় ফ্লাইটের সিটের মতই ব্যবস্থা করা হয়েছে বন্দে ভারতের সিটের৷

Avatar

anita

X