Bullet Train

Bullet Train Fare: মিলবে হাইফাই পরিষেবা, বুলেট ট্রেনের ভাড়া কত হচ্ছে? শুনলে বনবন করে ঘুরবে মাথা

নিউজশর্ট ডেস্কঃ ভারতীয় রেলওয়ে(Indian Railways) সম্পর্কে জানার আগ্রহ সকলের মধ্যেই রয়েছে। বিশ্বের চতুর্থ বৃহত্তম রেলওয়ে নেটওয়ার্ক হিসেবে ভারতীয় রেলওয়ে পরিচিত। যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে রেলের তরফ থেকে একের পর এক গুরুত্বপূর্ণ পরিসেবা নিয়ে আসা হচ্ছে। আর এভাবেই এখন জোর কদমে চলছে বুলেট ট্রেন(Bullet Train) করিডোর তৈরির কাজ।

মহারাষ্ট্রের মুম্বাই থেকে আহমেদাবাদের ১৫৬ কিলোমিটার হাইস্পিড রেল করিডরের মধ্যে প্রথমে চালু হবে এই ট্রেন। এরপর আস্তে আস্তে দেশের অন্যত্র বুলেট ট্রেন চালানোর পরিকল্পনা নিয়েছে ভারত সরকার। বলাই বাহুল্য, বন্দে ভারতের মতো এই বুলেট ট্রেন নিয়েও সাধারণ মানুষের মধ্যে উত্তেজনা তুঙ্গে। এই বুলেট ট্রেন নিয়ে উৎসবের পাশাপাশি সকলের মনে একটাই প্রশ্ন এই ট্রেনের ভাড়া কত হতে পারে?

এত উন্নতমানের পরিষেবা দেওয়া হচ্ছে তার মানে দামও বেশ আকাশছোঁয়া হবে। বুলেট ট্রেনের এই যাত্রাপথে নদীর ওপর দিয়ে ২৪ টি সেতু এবং ২৮ টি স্টিলের ব্রিজ তৈরি করা হচ্ছে। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছিলেন যে আগামী দু বছরের মধ্যেই ঝিলিমোড়া এবং গুজরাটের সুরাতের মধ্যে ৫০ কিলোমিটার যাত্রাপথে ভারতের প্রথম বুলেট ট্রেন পরিষেবা শুরু হতে চলেছে।

আরও পড়ুন: Indian Railways: প্রবীণ নাগরিকদের জন্য বিশেষ ছাড়! এবার ট্রেনে উঠলে মিলবে এই বিশেষ সুবিধা

এরপর রেলমন্ত্রক জানিয়েছে যে যখন দেশে বুলেট ট্রেনের পরিষেবা শুরু হবে একসঙ্গে ৩৫ টি ট্রেনের পরিষেবার শুরু করে দেওয়া হবে। প্রায় সারাদিন জুড়ে ৭০ বার যাতায়াত করবে সেই ট্রেনগুলো। আর ২০৫০ সালের মধ্যে এই ট্রেনের সংখ্যা বেড়ে হবে ১০৫! রেলমন্ত্রকের তরফ থেকে এটাও জানানো হয়েছে যে বছরে কমপক্ষে ১০৬ কোটি মানুষ যাতায়াত করতে পারবে।

এবার রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে এই ট্রেনের আনুমানিক ভাড়া কত হবে জিজ্ঞেস করা হলে তিনি জানিয়েছেন যে বিমানের ভাড়ার তুলনায় বুলেট ট্রেনের ভাড়া কম হতে চলেছে। রেলমন্ত্রী জানিয়েছেন যে, মুম্বাই আহমেদাবাদ করিডরের জন্য আটটি নদীর ওপর সেতু নির্মাণের কাজ সম্প্রতি শেষ হয়েছে। এই প্রকল্পের জন্য খরচ হচ্ছে প্রায় ১.০৮ লক্ষ কোটি টাকা। এরমধ্যে ১০ হাজার কোটি টাকা কেন্দ্রীয় সরকার খরচ করছে এবং বাকি ৫ হাজার কোটি টাকা মহারাষ্ট্র ও গুজরাটের সরকার খরচ করছে। বাকি টাকা জাপানের থেকে ঋণ নিয়ে জোগাড় করা হয়েছে। সেই দিনের সুদের হার মাত্র ০.১ শতাংশ। সূত্র মারফত জানা গিয়েছে, মুম্বাই থেকে আহমেদাবাদ পর্যন্ত বুলেট ট্রেনের ভাড়া প্রায় তিন হাজার টাকা হতে পারে।

Papiya Paul

X