আর হবে না ট্রেন মিস, ভারতীয় রেলের এই নতুন নিয়ম জানলে মন ভালো হয়ে যাবে

নিউজশর্ট ডেস্কঃ ভারতীয়(Indian) ট্রেনের(Rail)জয়জয়কার গোটা বিশ্বজুড়ে। রোজ লক্ষ লক্ষ যাত্রীকে নূন্যতম খরচে তাদের গন্তব্যস্থলে পৌঁছে দেয় ইন্ডিয়ান রেলওয়ে(Indian Railways)। এরচেয়ে সহজলভ্য পরিবহন ব্যবস্থা বোধহয় আর কিছু হতে পারেনা। শুধু কী তাই, যাত্রীদের সুষ্ঠুভাবে পরিষেবা দিতে একের পর এক প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করছে রেল কর্তৃপক্ষ (Indian Railways)।

এমতাবস্থায়, রেল খুব শীঘ্রই যাত্রী সুবিধার্থে নতুন নিয়ম আনতে চলেছে। এই নতুন নিয়মের ফলে দীর্ঘ সময় ধরে টিকিটের লাইনে দাঁড়ানো থেকে মুক্তি মিলবে। পাশাপাশি কমবে ট্রেন মিস হওয়ার সম্ভাবনাও। এর সাথে রেল কর্মীরাও খানিক রেহাই পাবেন এবার। তাহলে চলুন আর দেরি না করে জেনে নিই রেল ঠিক কী পদক্ষেপ গ্রহণ করছে?

এবার মেশিনেই মিলবে টিকিট : রেল সূত্রে প্রাপ্ত খবর অনুযায়ী, এবার থেকে অটোমেটিক টিকিট ভেন্ডিং মেশিন (Automatic Ticket Vending Machine-ATVM) বসানোর সিদ্ধান্ত নিয়েছে রেল বিভাগ। যাত্রীরা এই মেশিনের সাহায্যে দ্রুত টিকিট কালেক্ট করতে পারবে।

কোথায় কোথায় ইনস্টল করা হবে ATVM : প্রাপ্ত তথ্য অনুযায়ী, এই মুহূর্তে ৯৯ টি ATVM মেশিন সাউদার্ন রেলওয়ে ডিভিশনসে কাজ করছে। তবে, সংশ্লিষ্ট ডিভিশন বেশ কয়েকটি রেলস্টেশনে ২৫৪ টি অতিরিক্ত ATVM ইনস্টল করারওসিদ্ধান্ত নিয়েছে।

সূত্রের খবর, ৬ টি ডিভিশনে মোট ২৫৪ টি মেশিন বসানো হবে। যার মধ্যে রয়েছে চেন্নাই ডিভিশন (৯৬), তিরুচিরাপল্লি ডিভিশন।(১২), মাদুরাই ডিভিশন (৪৬), তিরুবনন্তপুরম ডিভিশন (৫০), পালাক্কাড ডিভিশন (৩৮) ও সালেম ডিভিশন (১২)।

মিলবে বড় সুবিধা : যারা ডেইলি প্যাসেঞ্জারি করেন তাদের জন্য বিরাট সুবিধা হবে এতে। লাইনে দাঁড়ানোর ঝঞ্ঝাট থেকে মুক্তি তো মিলবেই, তার সাথে ট্রেন মিস হওয়ার চিন্তাও কমবে। এর সাথে প্ল্যাটফর্ম টিকিট এবং স্বল্প দূরত্বের যাত্রার টিকিটও এই বিশেষ মেশিন থেকে দ্রুত পাওয়া সম্ভব হবে।

Avatar

Papiya Paul

X