নিউজশর্ট ডেস্কঃ কম সময়ের মধ্যে কম খরচের মধ্যে দেশের একপ্রান্ত থেকে অন্য প্রান্তে পৌঁছে দিচ্ছে ভারতীয় রেল(Indian Railways)। আর সাধারণ নাগরিকদের সুবিধার কথা মাথায় রেখে ভারতীয় রেলের তরফ থেকেও নিত্যনতুন পরিষেবা নিয়ে আসা হচ্ছে। যাতে যাত্রীরা আরামদায়কভাবে রেলের সফর করতে পারেন।
এখন এই যাত্রীদের সুবিধার জন্য এখন ভারতীয় রেল ব্যবস্থা অনেক উন্নত হয়েছে। আর বর্তমান সময়ে প্রযুক্তির সঙ্গে সামঞ্জস্য রেখে অনেক গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছে ভারতীয় রেল। এছাড়া যাত্রীদের নিরাপত্তার জন্য সবসময় ভারতীয় রেল খুব সচেতন পদক্ষেপ গ্রহণ করে থাকে।
তবে মাঝেমধ্যে রেল দুর্ঘটনার খবরে মানুষের মধ্যে দুশ্চিন্তার সৃষ্টি হলেও রেলের নিরাপত্তা ব্যবস্থা যত দিন যাচ্ছে ততই বেশি উন্নত হচ্ছে। এখন ভারতের ৬৬৮টি স্টেশনে সিসিটিভি বসানো হয়েছে। এর পাশাপাশি ভারতীয় রেলের তরফ থেকে ২ হাজার ৯৩১টি কোচেও সিসিটিভি ক্যামেরাও বসানো হয়েছে।
এছাড়া রেলপথে চলার সময় হঠাৎ করে কোন বিপদের সম্মুখীন হলে যেমন চুরির ঘটনা অথবা কোন যাত্রী অসুস্থ হয়ে পড়লে রেলের সহযোগিতা পাওয়া যাবে। এবার আপনি যদি ১৩৯ নম্বর-এ ফোন করলে আপনার যেকোনো সমস্যা বা অভিযোগ জানাতে পারবেন। তাই রেলসফরে গেলে অবশ্যই এই নম্বরটি মাথায় রেখে দেওয়া উচিত। এছাড়া যে কোন স্টেশন মাস্টার বা এক্সপ্রেস ট্রেনের টিটির কাছেও সমস্যা বা অভিযোগ জানানো যেতে পারে।