Digha

Papiya Paul

Digha: দীঘা-দার্জিলিং যাওয়া পর্যটকদের জন্য রেলের বিরাট উপহার, এবার আরো সহজে পৌঁছাবেন গন্তব্যে

নিউজশর্ট ডেস্ক: যাত্রীদের সুবিধার্থে ভারতীয় রেল(Indian Railways) নিত্যনতুন পরিষেবা চালু করছে। নিত্যযাত্রীদের পাশাপাশি পর্যটকদের সুবিধার জন্যেও ভারতীয় রেলের তরফ থেকে বিভিন্ন পরিষেবা চালু করা হচ্ছে। ঠিক যেমন এবার পর্যটকদের জন্য রয়েছে আরও একটি দুর্দান্ত সুখবর। উত্তরবঙ্গগামী আরো একটি ট্রেনের এসি কোচ বৃদ্ধি করেছে ভারতীয় রেল। মূলত যাত্রীদের অতিরিক্ত ভিড় সামাল দেওয়ার জন্য ভারতীয় রেলের পক্ষ থেকে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

   

আসলে শীতের সময় পাহাড়ও কিংবা জঙ্গল সব জায়গাতেই পর্যটকদের ভীড় থাকে। আর তাই এক্ষেত্রে যাতে পর্যটকদের সমস্যাতে পড়তে না হয় সেই জন্য এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এমনিতেই শীতের সময় উত্তরবঙ্গগামী প্রায় প্রত্যেকটি ট্রেনের টিকিটের চাহিদা তুঙ্গে থাকে। তাই এই অতিরিক্ত যাত্রীদের ভিড় সামাল দেওয়ার জন্য ভারতীয় রেলের পক্ষ থেকে তিস্তা তোস্তা এক্সপ্রেসের কোচের সংখ্যা বৃদ্ধি করা হয়েছে।

ভারতীয় রেলের পক্ষ থেকে মালদহ-দীঘা এক্সপ্রেস ট্রেনের কোচের সংখ্যাও বৃদ্ধি করা হয়েছে। যা দীঘায় ঘুরতে যাওয়া পর্যটকদের জন্য অত্যন্ত সুখবর। বর্তমানে দীঘায় যত দিন যাচ্ছে ততই পর্যটকদের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। সেক্ষেত্রে ট্রেনের এই কোচ বৃদ্ধি করার ফলে অনেক উপকৃত হবেন পর্যটকেরা।

Indian Railways

আরও পড়ুন: চাকরির চিন্তা মাথায় আনবেন না, এই কাজ করেই মাসে রোজগার লাখ টাকা!

রেলের সূত্র মারফত জানা গিয়েছে, ১৩১৪১/১৩১৪২ শিয়ালদহ নিউ আলিপুর শিয়ালদহ তিস্তা তোস্তা এক্সপ্রেসের একটি অতিরিক্ত এসি ৩ টিয়ার এবং একটি অতিরিক্ত কম্পোজিট এসি কোচ বাড়ানো হয়েছে। গত ৩১ শে জানুয়ারি থেকে এই সিদ্ধান্ত ও কার্যকর করা হয়েছে।

Indian Railways,India,Bangla Khobor,Digha,Darjeeling

এর পাশাপাশি ১৩১৪৮/১৩১৪৭ মালদহ দিঘা মালদহ এক্সপ্রেসের একটি অতিরিক্ত সাধারণ কোচ যুক্ত করা হয়েছে। মনে করা হচ্ছে এই দুটো ট্রেনের অতিরিক্ত কোচ বৃদ্ধি করার ফলে এবার যাত্রীদের অনেক সুবিধা হবে।