Indian Railways

Papiya Paul

Indian Railways: ভুলে যান ট্রেনের খাবার, এবার ট্রেনে বসেই অর্ডার করুন Swiggyতে, মিলবে বিরিয়ানি থেকে চিকেন!

নিউজশর্ট ডেস্কঃ এখন বাড়িতে বসেই বহু মানুষ খাবার অর্ডার দিয়ে থাকেন। মোবাইলে নিজের পছন্দমত অনলাইন ফুড ডেলিভারি অ্যাপ থেকে খাবার কিনে খাওয়াটা একটা অভ্যাসে পরিণত হয়েছে। তবে এবার ভারতের শীর্ষস্থানীয় অনলাইন ফুড ডেলিভারি প্লাটফর্ম Swiggy এমন একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছে, যার জন্য আপনি ট্রেনে বসেও মনের মত খাবার অর্ডার করতে পারবেন।

   

আসলে বর্তমান সময়ে ট্রেনে ভ্রমণের ক্ষেত্রে যে সমস্ত খাবারগুলো দেওয়া হয় সেগুলো নিয়ে নানা রকমের অভিযোগ থাকে মানুষের মধ্যে। এবার সেই সমস্যা দূর করার জন্য রেল যাত্রীদের ভ্রমণের সময় যে কোন রকম খাবার ডেলিভারি দিতে Swiggy এবং আইআরসিটিসির সঙ্গে একটি মউ চুক্তি স্বাক্ষর হয়েছে। এর ফলে এই অনলাইন ফুড ডেলিভারি অ্যাপ থেকে ট্রেনে অর্ডার করে খাওয়ার পাওয়া যাবে।

আইআরসিটিসির চেয়ারম্যান তথা ম্যানেজিং ডিরেক্টর সঞ্জয় কুমার জৈন এবং সুইগি ফুড মার্কেটপ্লেস-এর সিইও রোহিত কাপুরের মধ্যে এই চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তির মধ্যে দিয়ে আপাতত সুইগি তার বিস্তৃত রেস্তোরাঁ নেটওয়ার্কের সাহায্যে বেঙ্গালুরু, ভুবনেশ্বর, বিশাখাপত্তনাম এই শহরগুলিতে ভারতীয় রেলের যাত্রীদের খাবার সরবরাহ করতে পারবে। তবে আগামী কিছুদিনের মধ্যে দেশের আরও ৫৯ টি শহরের স্টেশনে পরিষেবা উপলব্ধ হবে বলে আশা করা হচ্ছে।

Indian Railways

আরও পড়ুন: Indian Railways: লাগবে না কোনো টিকিট, ভারতের এই ট্রেনে যাতায়াত করতে পারবেন একদম বিনামূল্যে!

কিভাবে ট্রেন ভ্রমণের সময় Swiggy থেকে খাবার অর্ডার করবেন?
১) এক্ষেত্রে ট্রেনে বসে ইচ্ছেমতো খাবার অর্ডার করতে আইআরসিটিসের অ্যাপে চলে যান এবং নিজের PNR লিখুন।
২) এরপর খাবার ডেলিভারির জন্য পছন্দ স্টেশন অর্থাৎ কোথায় ডেলিভারি পেলে সুবিধা হবে সেই স্টেশন নির্বাচন করুন।
৩) এরপর যে সমস্ত রেস্টুরেন্টের তালিকা দেখা যাবে সেখান থেকে এমন একটি রেস্তোরা বেছে নিন যেটি নির্দিষ্ট সময় নির্দিষ্ট জায়গায় খাবার সরবরাহ করতে পারবে।
৪) এর পরবর্তী ধাপে পেমেন্ট করতে পারলেই আপনার পছন্দের খাবার নির্ধারিত স্টেশনে আপনার কাছে পৌঁছে যাবে।