ভারতীয় রেল,Indian Railway,পূর্ব রেল,Eastern Railway,বাংলা খবর,Bangla Khobor,Bengali Khobor,Bangla,Bengali

anita

Indian Railways: আর হবে না যাত্রী দুর্ভোগ! দুর্ঘটনা এড়াতে বড় পদক্ষেপ রেলের

নিউজ শর্ট ডেস্ক: ভারতীয় রেল (Indian Railways) আমাদের দেশের লাইফ লাইন। আমাদের দেশে ট্রেন (Train) ছাড়া মানুষের জনজীবন কিভাবে অচল হয়ে পড়ে তা আমরা দেখেছি করোনা মহামারীর সময়। তাই সত্যি বলতে প্রকৃত অর্থেই ট্রেন ছাড়া গতি নেই কারও। তাই কাছের হোক কিংবা দূরের যাত্রীদের যে কোনো সাফরই  আরামদায়ক এবং নিরাপদ করে তুলতে সবসময়ই প্রাণ পাত করে চলেছে ভারতীয় রেল কর্তৃপক্ষ।

   

তাই সূচনাটা স্বাধীনতার পূর্বে ইংরেজদের হাত ধরে হলেও বিগত কয়েক দশকে ভারতীয় রেলে এসেছে এক গুচ্ছ নতুন নিয়ম। এবার তেমনই সঠিক সময়ে ও ঠিক ভাবে ট্রেন চালানোর জন্য ভারতীয় রেল গোটা দেশ জুড়ে লেভেল ক্রসিং গেটের পরিবর্তে সেই সব স্থানে রোড ওভারব্রিজ, আন্ডার ব্রিজ বা লিমিটেড হাইট সাবওয়ে তৈরির কাজ শুরু করেছে দুরন্ত গতিতে।

এই কাজ শেষ হলে রেল যে শুধু সঠিক সময় মেনে ট্রেন চালাতে পারবে তাই নয়,সেইসাথে লেভেল ক্রসিং গেটে মাঝেমধ্যেই  যে সমস্ত দুর্ঘটনা ঘটে থাকে সেগুলিও এড়ানো যাবে। তবে এই ব্যাপারে শুরু থেকেই নির্দিষ্ট লক্ষ্যমাত্রা ঠিক করে নিয়েই জোরকদমে কাজ শুরু করে দিয়েছে পূর্ব রেল।

ভারতীয় রেল,Indian Railway,পূর্ব রেল,Eastern Railway,বাংলা খবর,Bangla Khobor,Bengali Khobor,Bangla,Bengali

তাই যাত্রীদের যাতে অসুবিধার মুখে পড়তে না হয় তাই ন্যূনতম সময় ট্রাফিক ব্লক নিয়ে LHS গুলি প্রতিস্থাপনের কাজ করা হচ্ছে। এখানে বলে রাখি রেল এর ইঞ্জিনিয়ারিং, সিগন্যাল, ট্রাফিক এবং আরও বিভিন্ন বিভাগের সঠিক সমন্বয়ের ফলেই LHS প্রতিস্থাপনের কাজ ঠিক সময় মতো সম্পন্ন করা যাচ্ছে।

আরও পড়ুন: Google-কে টেক্কা দিতে আসছে এই ‘দেশি অ্যাপ স্টোর’! কি কি বিশেষত্ব আছে জানেন?

সম্প্রতি ৬ ঘন্টার ব্লক নিয়ে একটি LHS প্রতিস্থাপন করা হয়েছে হাওড়া ডিভিশনে ব্যান্ডেল – কাটোয়া সেক্শনের গেট নং ৭/২ -তে, যেটি সোমরাবাজার ও বেহুলা স্টেশনের মধ্যে অবস্থিত।  এর জন্য রেকর্ড সাড়ে চার ঘণ্টায় ৭.২ মিটার X ৫.৭ মিটার (বহির্ভাগের ডাইমেনশন) RCC বক্স স্থাপনকরা হয়েছে। মোট ৯ টি স্ল্যাব ও ১০ টি সেগমেন্ট স্থাপন করা হয়েছে। পাশাপাশি, ব্লকের সময়কে ব্যবহার করে অম্বিকা কালনা স্টেশনের ফুট ওভারব্রিজ রং , ১০ টি ওয়েল্ডিং , ১.৫ কিমি গ্রিজিঙ এবং ৪টি জয়েন্ট পরিবর্তন করা হয়েছে ।

ভারতীয় রেল,Indian Railway,পূর্ব রেল,Eastern Railway,বাংলা খবর,Bangla Khobor,Bengali Khobor,Bangla,Bengali

এ প্রসঙ্গে পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক, শ্রী কৌশিক মিত্র জনসাধারণের উদ্দেশ্যে বলেছেন, ‘যাত্রীদের সঠিক সময়ে নিরাপদ গন্তব্যস্থানে পৌঁছে দিতে পূর্ব রেল বদ্ধপরিকর। তাই লেভেল ক্রসিং গেট গুলি বন্ধ করে বিকল্প ব্যবস্থা করা হচ্ছে। বৃহত্তর স্বার্থের কথা মাথায় রেখে ন্যূনতম সময় ব্লক নিয়েই এই কর্মযজ্ঞ চলছে। যাত্রীদের সহযোগিতা আমাদের একান্ত কাম্য’।