Indian Railways: এক স্টেশন থেকে অন্য স্টেশনের দূরত্ব মাত্র ১ সেকেন্ড! কলকাতাতেই আছে এমন স্টেশন! নাম জানেন?

নিউজশর্ট ডেস্কঃ পৃথিবীর মধ্যে চতুর্থ বৃহত্তম রেলওয়ে নেটওয়ার্ক হিসেবে পরিচিত রয়েছে ভারতীয় রেল(Indian Railways)। কম পয়সায় দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ভ্রমণের জন্য ভারতীয় রেলের উপর ভরসা করে থাকে সকলেই। যেহেতু এই রেল পরিষেবায় খরচ অনেক কম থাকে। তাই সাধারণ মানুষ এই রেল পরিষেবা ব্যবহার করতে পারেন।

আর সাধারণ মানুষের সুবিধার কথা মাথায় রেখে ভারতীয় রেলের তরফ থেকেও নানারকমের পরিষেবা নিয়ে আসা হয়েছে। ভারতবর্ষের নানা প্রান্তে এরকম অনেক রেলস্টেশন ছড়িয়ে রয়েছে, যেগুলোর মধ্যে রয়েছে নানারকমের জানা-অজানা কাহিনী। আজকের এই প্রতিবেদনে আপনাদেরকে এমনই এক অজানা কাহিনী সম্পর্কে জানাবো।

ভারতবর্ষে এমন দুটো রেলস্টেশন রয়েছে যেখানে একটি রেলস্টেশন থেকে অন্য রেলস্টেশনে চলাচলের ক্ষেত্রে সময় লাগে মাত্র এক সেকেন্ড। নিশ্চয়ই শুনে অবাক হয়েছেন আসলে এটি অবাক হওয়ার মতই কথা! আপনারা নিশ্চয়ই ভাবছেন তাহলে দুটো রেলস্টেশনের মধ্যে দূরত্ব কত? এই দুটো রেলস্টেশনের মধ্যে দূরত্ব মাত্র ২০০ মিটার।

আরও পড়ুন: Sikkim: এবার মাত্র কয়েক ঘন্টায় পৌঁছে যান সিকিম! ফের শুরু হচ্ছে বিমান পরিষেবা, ভাড়া কত জানেন?

এমনিতে দুটো আলাদা আলাদা স্টেশনের মধ্যে দূরত্ব অনেকটাই বেশি থাকে। যেকোনো হল্ট স্টেশনগুলোর মধ্যে দূরত্ব অন্তত দু থেকে তিন কিলোমিটার হয়ে থাকে। কিন্তু এই দুটো স্টেশন একেবারেই আলাদা। আপনারা আরো জানলে অবাক হবেন এই দুটো স্টেশনে রয়েছে কলকাতাতে। এই দুটো রেলস্টেশন হল কলকাতার সাব-আর্বান রেলের অধীনে টালিগঞ্জ এবং লেক গার্ডেন স্টেশন।

এই দুই স্টেশনের মধ্যে দূরত্ব খুবই কম। টালিগঞ্জের ২ নম্বর প্লাটফর্ম থেকে লেক গার্ডেন্সের প্লাটফর্মের দূরত্ব মাত্র ১১০ মিটার! এই দুই লোকাল ট্রেনের চারটি বগির সমান। তবে দেশের এরকম আরো অনেক জায়গা রয়েছে যেখানে দুই স্টেশনের মধ্যে দূরত্ব অনেক কম রয়েছে। তবে এত কম দূরত্ব স্টেশন ভারতবর্ষের আর অন্য কোথাও নেই। আরেকটু অবাক করা বিষয় হল এখানে যদি ১২ কোচের কোনো ট্রেন দাঁড়িয়ে থাকে তাহলে দুটো স্টেশন থেকে যাত্রীরা এই ট্রেনে উঠে যেতে পারবে

Avatar

Papiya Paul

X