Sikkim

Sikkim: এবার মাত্র কয়েক ঘন্টায় পৌঁছে যান সিকিম! ফের শুরু হচ্ছে বিমান পরিষেবা, ভাড়া কত জানেন?

নিউজশর্ট ডেস্কঃ এবার আর শুধু ট্রেনে করে নয়, বিমানে করে ও পৌঁছে যেতে পারবেন সিকিমে(Sikkim)। দীর্ঘ ছয় মাসের বিরতির পর পাকিয়ং বিমানবন্দরে ফের শুরু হয়েছে পরিষেবা। আর এই খবরে উচ্ছসিত হয়েছেন পর্যটকেরা। ৩১ মার্চ থেকে এই পাকিয়ং বিমান পরিষেবা আবার চালু হয়েছে।

এই পরিষেবা শুরুর দিন দিল্লি পাকিয়ং রুটের বিমান যাত্রীদের ভিড় সত্যি চোখে পড়ার মতো ছিল। এদিন বিমান বন্দরের ডিরেক্টর রাজেন্দ্র গ্রোভার অভর্থ্যনা জানিয়েছেন যাত্রীদের। এদিন এয়ারপোর্টের প্রবেশ পয়েন্টে চা এবং নোনতা খাবার পরিবেশন করা হয়েছিল।

এবার থেকে কলকাতা এবং দিল্লির মতো গুরুত্বপূর্ণ শহরে উড়ান পরিষেবা দেবে এই বিমানবন্দর। এখন থেকে সপ্তাহে পাঁচবার অর্থাৎ সোমবার থেকে শুক্রবার উড়ান পরিষেবা মিলবে। ২০১ একর জমির উপর এই পাকিয়ং বিমানবন্দরটি গ্যাংটক থেকে ৩১ কিলোমিটার দূরত্বে অবস্থিত আছে। এই বিমানবন্দরটি ৪ হাজার ৬৪৬ ফিট উচ্চতায় তৈরি হয়েছে।

আরও পড়ুন:  IRCTC: এবার ঘুরতে যান ‘বিনা পয়সায়’! বিশেষ সুযোগ দিচ্ছে IRCTC, যেতে পারবেন পুরী-বারাণসী-অযোধ্যায়!

উত্তর-পূর্ব ভারতের প্রথম গ্রিন ফিল্ড এয়ারপোর্ট-এর তকমাও পেয়েছে এই পাকিয়ং বিমানবন্দর। দেশের প্রথম পাঁচটি উচ্চতম বিমানবন্দরের মধ্যে সিকিমের এই এয়ারপোর্ট ঠাঁই পেয়েছে। অসাধারণ সৌন্দর্যময় এই বিমানবন্দরের ভেতরের ছবি দেখলে চোখ ধাঁধিয়ে যাবে আপনার।

Avatar

Papiya Paul

X