নিউজ শর্ট ডেস্ক: ভারতীয় রেল (Indian Railways) আমাদের দেশের লাইফ লাইন। প্রতিনিয়ত ট্রেনে (Train) চেপে দূর দূরান্তে সফর করে চলেছেন লক্ষ লক্ষ যাত্রী .স্বাধীনতার আগে ইংরেজদের হাত ধরে ট্রেনের সফর শুরু হলেও এখনকার দিনে ভারতীয় রেল পরিষেবায় এসেছে আমুল পরিবর্তন। আমাদের দেশের এই প্রান্ত থেকে ওই প্রান্ত সারা দেশেই শিরা-ধমনীর মতো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এই ভারতীয় রেল নেটওয়ার্ক।
বিভিন্ন প্রত্যন্ত এলাকাতেও চলছে এই রেল পরিষেবা বিস্তারের কাজ। তাছাড়া কাছের হোক কিংবা দূরের যে-কোনো সফরের জন্যই যাত্রীরা সবসময় চোখ বুজে ভরসা করেন ভারতীয় রেলের উপরেই। আর যাত্রীদের সফরকে আরো বেশি আরামদায়ক এবং নিরাপদ করে তোলার জন্য প্রতিনিয়ত ভারতীয় রেলের তরফেও আনা হচ্ছে নিত্য নতুন পরিষেবা।
বর্তমানে আমাদের দেশে মোট ১.৮৫ কোটি যাত্রী, ট্রেনে সফর করে থাকেন। এর মধ্যে এসি, স্লিপার ক্লাস এবং সাধারণ শ্রেণীর কোচও রয়েছে।তবে ট্রেনে সফর করার জন্য চালু রয়েছে বেশ কিছু নিয়ম। যা অমান্য করলে হতে পারে জেল কিংবা জরিমানাদুই’ই। প্রথমত ট্রেনে সফর করার জন্য সকলের কাছেই একটি বৈধ টিকিট থাকা আবশ্যক।
এই টিকিট ছাড়া ট্রেনে সফর করা দণ্ডনীয় অপরাধ। কিন্তু অনেকেই হয়তো জানেন না, ভারতীয় রেলে এমনও একটি বিশেষ নিয়ম রয়েছে,যে নিয়ম অনুযায়ী একজন যাত্রী সস্তার টিকিট কেটেও ভ্রমণ করতে পারবেন ফার্স্ট ক্লাস এসি কোচে। এমনকি এই কাজের জন্য তাকে কিছু বলতেও পারবেন না টিটিই। কি ভাবছেন কি সেই নিয়ম? আসুন জানা যাক বিস্তারিত।
রেলের নিয়ম অনুযায়ী যদি কোনো মহিলা যাত্রী প্রথম শ্রেণিতে একা একাই ভ্রমণ করে থাকেন আর তাঁর সঙ্গে থাকা অ্যাটেনডেন্ট যদি দ্বিতীয় শ্রেণিতে থাকেন তাহলে সেক্ষেত্রে ফার্স্ট ক্লাস এসিতে ভ্রমণকারী মহিলার অ্যাটেনডেন্ট নিজের টিকিট অনুযায়ী দিনের বেলায় দ্বিতীয় শ্রেণীতে থাকলেও রাত ৮টা থেকে সকাল ৬ টা পর্যন্ত প্রথম শ্রেণীতে বসতে পারবেন।
তবে এক্ষেত্রে শর্ত একটাই তা হল অ্যাটেনডেন্টকে একজন মহিলাই হতে হবে এবং তার বৈধ সেকেন্ড এসির টিকিট-ও থাকতে হবে। আর সব থেকে মজার বিষয় এই নিয়ম অনুযায়ী, টিটিও তাকে প্রথম শ্রেণীর এসি-তে বসতে বাধা দিতে পারবেন না। আর এইভাবেই, সস্তার টিকিট কেটেও প্রথম শ্রেণীতে ভ্রমণ করা যায় খুব সহজেই।