নিউজশর্ট ডেস্ক: ভারতীয় রেল(Indian Railways) যাত্রীদের জন্য ভারতীয় রেলের পক্ষ থেকে নানা রকমের সুযোগ সুবিধা দেওয়া হয়। নাগরিক থেকে শুরু করে প্রবীণ নাগরিক প্রত্যেকের সুবিধার কথা মাথায় রেখেই নিত্যনতুন পরিষেবা নিয়ে আসা হচ্ছে।
আর এবার প্রবীন নাগরিকদের জন্য রয়েছে একটি সুখবর। আপনি যদি একজন প্রবীর নাগরিক হন এবং ট্রেনে ভ্রমণ করেন, তাহলে এবার ভারতীয় রেলের পক্ষ থেকে অনেক সুবিধা পেতে চলেছেন।
ভারতীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব লোকসভায় প্রবীণ নাগরিকদের জন্য রেলে উপলব্ধ বেশ কিছু সুযোগ-সুবিধা সম্পর্কে তথ্য দিয়েছেন। এই সুযোগ-সুবিধা সম্পর্কে এখনো অনেক মানুষই ওয়াকিবহুল নন। যেমন রেলমন্ত্রী বলেছেন যে প্রবীন নাগরিকরা ট্রেনে নিশ্চিতভাবে নিম্ন বার্থের সুবিধা পাবেন। এজন্য রেলের তরফ থেকে আলাদা ব্যবস্থা রয়েছে।
আরও পড়ুন:
এছাড়া ৪৫ বছরের বেশি বয়সী মহিলা যাত্রীকে নিচের বার্থের জন্য কোন বিকল্প বেছে নিতে হবে না। স্বয়ংক্রিয়ভাবে তারা নিম্ন বার্থ পেয়ে যাবেন। রেলের তরফ থেকে প্রাপ্ত তথ্য অনুসারে, ৬ টি নিম্ন বার্থ বয়স্ক নাগরিক, ৪৫ বছরের বেশি বয়সী মহিলা, গর্ভবতী মহিলাদের জন্য স্লিপার বিভাগে সংরক্ষিত রয়েছে। এর পাশাপাশি 3AC-তে কোচে চার থেকে পাঁচটি নিম্ন বার্থ, 2AC-তে প্রত্যেকটি কোচে তিন থেকে চারটি নিম্ন বার্থ নির্ধারণ করা হয়েছে।
রেলমন্ত্রী জানিয়েছেন যে ট্রেনে যদি এগুলো ছাড়াও নিচের বার্থ খালি থাকে তাহলে প্রবীণ নাগরিক, প্রতিবন্ধী ব্যক্তি, এবং মহিলাদের যারা সিস্টেমের মাধ্যমে উপরের বার্থ দেওয়া হয়েছে তাদের নিম্ন বার্থে নিয়ে আসা যাবে। সেক্ষেত্রে অনবোর্ড টিকিট চেকিং কর্মীদের দ্বারা ব্যবস্থা নিতে হবে।