নিউজশর্ট ডেস্কঃ এখন চলতি বছরের আইপিএল মরশুম চলছে। এই খেলা নিয়ে আগ্রহ এবং উন্মাদনা প্রায় প্রত্যেকটি বাঙালি সহ দেশবাসীর। ক্রিকেট দুনিয়ার সবথেকে দামি লীগ হিসেবে পরিচিত এই আইপিএল। এই বছর ১৭ তম আইপিএল লিগের ক্ষেত্রেও ক্রিকেটপ্রেমীদের এক আলাদা উদ্দীপনা রয়েছে। বহু মানুষ এই আইপিএল ম্যাচ দেখার জন্য বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন রাজ্যে টিকিট কেটে খেলা দেখতে চলে আসেন।
আর এবার ভারতীয় রেলের তরফ থেকে ক্রিকেটপ্রেমীদের জন্য নিয়ে আসা হয়েছে একটি দারুন খবর। আইপিএল লিগকে সামনে রেখে এবার স্পেশাল ট্রেন(IPL Special Train) চালানোর সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় রেল। ইতিমধ্যেই ৩৯ টি ম্যাচ খেলা হয়ে গিয়েছে। কলকাতা নাইট রাইডার্স-এর ঘরের মাঠে অর্থাৎ ইডেনের মাঠে আর মাত্র তিনটি ম্যাচ খেলা বাকি রয়েছে। আর এই তিনটি ম্যাচ ইডেনের মাঠে দেখার জন্য কলকাতাবাসীর উন্মাদনা প্রচুর।
তাই টিকিট বুকিং-এর ক্ষেত্রে এখন চলছে হুড়োহুড়ি। আবার পয়েন্ট টেবিলেও কেকেআর যেহেতু দ্বিতীয় স্থানে রয়েছে তাই কেকেআর প্রেমিদের কাছে ইডেনের মাঠে গিয়ে খেলা দেখার আগ্রহ অনেক গুণ বেড়ে গিয়েছে। তবে এই পরবর্তী ম্যাচগুলো প্রত্যেকটি রাতে রয়েছে। তাই খেলা দেখে বাড়ি ফিরবে কিভাবে এই চিন্তা সকলের মধ্যেই রয়েছে। কেননা এই খেলা শেষ হতে হতে প্রায় মাঝরাত চলে আসে।
তবে এবার সেই চিন্তা দূর করার জন্য পূর্ব রেলের তরফ থেকে স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এই ট্রেনে কেকেআরের যে কটি খেলা আছে সেই খেলার দিনগুলোতে এবার দুটো স্পেশাল ট্রেন চালাবে ভারতীয় রেল। আর আগামী ২৬ ও ২৯ শে এপ্রিল এবং ১১ই মে আইপিএল দেখে ইডেনের মাঠ থেকে বাড়ি ফেরার পর সময় দুটো স্পেশাল ট্রেন চালাবে পূর্ব রেল। ওই তিন দিন প্রিন্সেপ ঘাট থেকে একটি ১২ কোচের লোকাল ট্রেন বারাসাত পর্যন্ত চলবে।
সেই ট্রেনটি রাত ১১:৫০ মিনিটে প্রিন্সেপ ঘাট থেকে ছাড়বে এবং বারাসাতে গিয়ে পৌঁছবে রাত ১ টাই। ইডেন গার্ডেন, বিবাদী বাগ, বাগবাজার, কলকাতা, দমদম জংশন, দমদম ক্যান্টনমেন্ট, বিরাটি, মধ্যমগ্রাম এবং বারাসাত এই স্টেশনগুলোতে স্টপেজ দেবে। এছাড়া আরও একটি ১২ কোচের লোকাল ট্রেন রাত ১২:০২ মিনিটে বিবাদীবাদ থেকে রওনা দেবে এবং ১:৩২ মিনিটে বারুইপুর পৌঁছাবে। এই ট্রেনটি ইডেন গার্ডেন্স, প্রিন্সেপ ঘাট, মাঝেরহাট, নিউ আলিপুর, বালিগঞ্জ, সোনারপুর, বারুইপুর গিয়ে থামবে। মাঝরাত্রে খেলা দেখে ফেরার যে চিন্তা সেই চিন্তা এর ফলে অনেকটাই দূর হলো।