নিউজশর্ট ডেস্কঃ ভারতীয় জনগণের ক্ষেত্রে পরিবহন ব্যবস্থার জন্য সবথেকে সহজলভ্য মাধ্যম হলো ভারতীয় রেল(Indian Railways)। আর তাই যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে নিত্যনতুন গুরুত্বপূর্ণ পরিসেবা প্রদান করে থাকে রেল কর্তৃপক্ষ। এবার যারা জেনারেল টিকিটের সফর করেন তাদের জন্য বড় সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় রেল।
আপনি শুনলে অবাক হবেন, যারা জেনারেল ক্লাসের টিকিট কেটেছেন এবার থেকে তারাও স্লিপার ক্লাসে ভ্রমণ করতে পারবেন। ইতিমধ্যেই এই বিষয়ের সংক্রান্ত একটি নির্দেশিকা জারি করা হয়েছে রেলওয়ে বোর্ডের তরফ থেকে। কোন কোন স্লিপার ক্লাস ট্রেনগুলো একবারই ফাঁকা যাচ্ছে সেই ট্রেনগুলোকে চিহ্নিত করার জন্য রেলওয়ে বোর্ডের তরফ থেকে একটি নির্দেশিকা জারি করা হয়েছে।
যাত্রীদের অতিরিক্ত ভিড় ঠেকাতে সংশ্লিষ্ট ট্রেনগুলির সংরক্ষিত স্লিপার ক্লাসের কোচগুলিকে অসংরক্ষিত স্লিপার ক্লাসে পরিণত করে ফেলা যাবে। গত ২১ মে রেলের তরফ থেকে এই বিজ্ঞপ্তি জারি করা হয়। সেখানে বলা হয়েছিল, জেনারেল স্লিপার ক্লাসের কোচকে জেনারেল কোচে পরিণত করার নির্দেশ জারি করেছে রেলওয়ে বোর্ড। বিশেষত দিনের বেলা চলা যে ট্রেনগুলোতে যাত্রীর সংখ্যা অত্যন্ত কম থাকে বা চাহিদা কম থাকে।
যে যে ট্রেনের সংরক্ষিত স্লিপার কোচে যাত্রীর সংখ্যা কম, সেই ট্রেনগুলোকে চিহ্নিত করতে হবে। এই নতুন পদ্ধতি অবলম্বন করলে রেলের আয় একদিকে যেমন বাড়বে, ঠিক তেমনি সাধারণ এবং নিত্য রেলযাত্রীরা ও লাভবান হবেন। জানা গিয়েছে ৮০ শতাংশ খালি থাকা স্লিপার সিটের ট্রেনের সমস্ত কিছু সম্পর্কে জানতে চেয়েছে রেলওয়ে বোর্ড। এই সমস্ত ট্রেনের খালি স্লিপার কোচগুলোকে সাধারণ ট্রেনে রূপান্তরিত করবে ভারতীয় রেল। এগুলোর মূল কারণ হলো যাত্রীদের যাতে ভ্রমণে কোন রকমের অসুবিধা না হয়।