ভারতীয় রেল,Indian Railways,প্রবীণ নাগরিক,Senior Citizens,বাংলা খবর,Bangla Khobor,Bengali Khobor,Bangla,Bengali

Indian Railways: প্রবীণ নাগরিকদের জন্য রেলের বিশেষ উদ্যোগ, ট্রেনের টিকিট বুক করলেই মিলবে বিরাট ছাড়!

নিউজ শর্ট ডেস্ক: বছরের পর বছর ধরে ভারতীয় রেল (Indian Railways) আমাদের দেশের সমস্ত শ্রেণীর মানুষদের জন্য বিভিন্ন ধরনের সুবিধাজনক পরিষেবা চালু করে চলেছে। বিশেষ করে দেশের প্রবীণ নাগরিকদের (Senior Citizens) সুবিধার কথা মাথায় রেখেই একটা সময় দূরপাল্লার ট্রেনের সফরের টিকিটে ছাড় দেওয়া হতো।

কিন্তু করোনাকালে দেশের প্রবীণ নাগরিকদের জন্য এই সুবিধা দেওয়া বন্ধ করে দেওয়া হয়। কিন্তু অনেক আগেই করোনা মহামারী শেষ হয়েছে। তাই  ইতিপূর্বে বহুবার ভারতীয় রেলের কাছে আবেদন জানানো হয়েছে দেশের প্রবীণ নাগরিকদের তাদের জন্য আবার সেই পুরনো সুবিধা ফিরিয়ে আনা হোক এবং তাদের টিকিটের দামে ছাড় দেওয়া হোক।

সম্প্রতি এই নিয়ে ভারতীয় রেল মন্ত্রকের দৃষ্টি আকর্ষণ করে সংসদ রমেশ বিধুরি ভারতের প্রবীণ নাগরিকদের টিকিটে ছাড় দেওয়ার দাবি বহাল রেখে জানিয়েছেন দেশের এবার থেকে দূরপাল্লার ট্রেনে প্রবীণ নাগরিকদের সফরের জন্য লোয়ার বাথ নিশ্চিত করা হোক।

ভারতীয় রেল,Indian Railways,প্রবীণ নাগরিক,Senior Citizens,বাংলা খবর,Bangla Khobor,Bengali Khobor,Bangla,Bengali

কারণ তাদের পক্ষে আপার এবং মিডিলের বাথে চেপে সফর করা অসুবিধাজনক। তাছাড়া এখনকার দিনে দেশের অধিকাংশ প্রবীণ নাগরিক রাই  বেশিরভাগ সময় একা একাই  সফর  করে থাকেন। তাই এই পরিস্থিতিতে তাদের পক্ষে আপার বাথে সফর করা সত্যিই অসুবিধা জনক হয়ে থাকে।

আরও পড়ুন: TRP-র অভাবে সত্যিই লালবাতি ‘সন্ধ্যাতারা’য়? অবশেষে মুখ খুললেন সন্ধ্যা ওরফে অন্বেষা

এ প্রসঙ্গে রেল মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেছেন লোকসভা তে প্রথমেই বলা হয়েছে ভারতীয় রেলে সকল যাত্রীকেই সস্তার সেবা প্রদানের জন্য যথাসম্ভব সেবা করা হয়ে থাকে। ২০১৯ থেকে ২০২০ সালের মধ্যে  রেলওয়ে যাত্রীদের টিকিটের ওপরে ৫৯,৮৩৭ কোটি টাকা সবসিডি দিয়েছে। এর সাথে এই ভারতীয় রেলওয়েতে ভ্রমণকারী প্রত্যেক ব্যক্তির টিকিটের ওপর প্রায় ৫৩ শতাংশ সবসিডি দেওয়া হচ্ছে।

ভারতীয় রেল,Indian Railways,প্রবীণ নাগরিক,Senior Citizens,বাংলা খবর,Bangla Khobor,Bengali Khobor,Bangla,Bengali

ভারতীয় রেল বিকলাঙ্গ ব্যক্তিদের ৪ টি শ্রেণী,রোগীদের ১১ টি শ্রেণী আর ছাত্রদের আট শ্রেণীর ট্রেন টিকিটের ওপর ছাড় দিচ্ছে। এইভাবে ২০২২-২৪ সালে ভ্রমণের সময় প্রায় ১৮ লক্ষ রোগী এবং তাদের পরিবার এই ধরণের সুবিধা পেয়েছেন।

Avatar

anita

X