Vande Bharat Express

anita

Vande Bharat: ভারতীয় রেলের বিরাট ঘোষণা! এবার চালু হচ্ছে বন্দে ভারত মেট্রো! কি কি স্পেশালিটি আছে জানেন?

নিউজ শর্ট ডেস্ক: ইতিমধ্যেই দেশজুড়ে চালু হয়েছে সেমি হাই স্পিডের বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Express)। ইতিমধ্যেই দেশের প্রায় সমস্ত রাজ্যেই সফর শুরু হয়েছে বন্দে ভারত এক্সপ্রেসের। এরই মধ্যে জানা যাচ্ছে, আগামী দিনে দেশে চালু হবে বেশ কিছু বন্দে ভারত মেট্রো রেল। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ২০২৩-২৪ কেন্দ্রীয় বাজেটে বন্দে ভারত মেট্রো ট্রেন চালু করার কথা ঘোষণা করেছিলেন।

   

এবার সেই মেট্রো ট্রেন প্রকল্পই বাস্তবে পরিণত হতে চলেছে।  ২০২৪ সালে দেশ জুড়ে মোট ৬০ টি নতুন বন্দে ভারত এক্সপ্রেস চালু করার পরিকল্পনা করেছে ভারতীয় রেল (Indian Rail)। যদিও এই বিষয়ে ভারতীয় রেলের তরফে সরকারিভাবে কোন কিছুই জানানো হয়নি। বর্তমানে ভারতে মোট ৪১টি বন্দে ভারত এক্সপ্রেস উদ্বোধন করা হয়েছে।

শুধুমাত্র ২০২৩ সালেই ৩৪ টি বন্ধ ভারত এক্সপ্রেস চালু করেছে ভারতীয় রেল। তার মধ্যে পশ্চিমবঙ্গেই আপাতত পাঁচটি বন্দে ভারত এক্সপ্রেস চলছে। এরমধ্যে চারটি বন্দে ভারত এক্সপ্রেস চলছে থেকে হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি, হাওড়া থেকে পুরী, হাওড়া থেকে রাঁচি, হাওড়া থেকে পাটনা। এছাড়া দু’টি বন্দে ভারত এক্সপ্রেস চলছে নিউ জলপাইগুড়ি থেকে হাওড়া, এবং নিউ জলপাইগুড়ি থেকে গুয়াহাটি।

বন্দে ভারত এক্সপ্রেস,Vande Bharat Express,ভারতীয় রেল,Indian Rail,বাংলা খবর,Bengali Khobor,Bangla,Bengali

বন্দে ভারত মেট্রো ট্রেন হবে বন্দে ভারত ট্রেনের একটি ছোট সংস্করণ হবে। যা বন্দে ভারতের মতোই , সম্পূর্ণরূপে ভারতে তৈরি ট্রেন। চলতি বছরের মার্চের মধ্যেই এই মেট্রো ট্রেন চালু করার প্রস্তুতি নেওয়া হচ্ছে ।এই ট্রেনগুলিতে এমন অনেক নতুন সুবিধা পাওয়া যাবে যা আজকাল খুব গুরুত্বপূর্ণ এবং পুরানো যাত্রীবাহী ট্রেনগুলিতে পাওয়া যায় না।

আরও পড়ুন: এটি ভারতের সবচেয়ে ছোট হিল স্টেশন, এখানের সৌন্দর্য বিদেশেও খুঁজে পাবেন না

বন্দে ভারত এক্সপ্রেস,Vande Bharat Express,ভারতীয় রেল,Indian Rail,বাংলা খবর,Bengali Khobor,Bangla,Bengali

এছাড়াও এতে থাকবে বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের মতোই সুবিধা। প্রতিটি কোচে প্রায় ১০০ জন যাত্রীর আসন থাকবে। যেখানে প্রায় ২০০ জন যাত্রী দাঁড়াতে পারবেন। ট্রেনটি ঘণ্টায় প্রায় ১৩০ কিলোমিটার বেগে চলবে। সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত এই ট্রেনটিতে থাকবে সিসিটিভি ক্যামেরা, পিআইএস সিস্টেম এবং এলসিডি ডিসপ্লে।