Tourist Spot

Tourist Spot: এটি ভারতের সবচেয়ে ছোট হিল স্টেশন, এখানের সৌন্দর্য বিদেশেও খুঁজে পাবেন না

নিউজশর্ট ডেস্কঃ ভারতে এমন অনেক আশ্চর্যজনক পর্যটন কেন্দ্র(Tourist Spot) রয়েছে। যেগুলো সম্পর্কে এখনো বহু মানুষ জানেন না। এমনই একটি হিলস্টেশন সম্পর্কে আপনাদেরকে জানাবো। এটি ভারতের সবচেয়ে ছোট পাহাড়ি স্টেশন। প্রতিবছর এখানে পর্যটকরা ভিড় করেন। তবে এখানে আসার জন্য পর্যটকদের ঘোড়ার গাড়ির সাহায্য নিতে হয়।

এর কারণ এখানে যানবাহন চলাচলের অনুমতি নেই। তাহলে এই হিল স্টেশনটি কোথায় আছে এবং কেন এত গুরুত্বপূর্ণ সমস্ত বিষয়ে জেনে নেওয়া যাক। ভারতের সবচেয়ে ছোট হিল স্টেশন হলো মাথেরান হিল স্টেশন(Matheran Hill Station)। এই হিল স্টেশনটি মহারাষ্ট্রে অবস্থিত। এতটাই ছোট যে এর ভেতরে যানবাহন প্রবেশ করা যায় না। এখানে যাওয়ার জন্য আপনাকে ঘোড়ার গাড়িতে কিংবা হেঁটে পৌঁছাতে হবে।

কিভাবে যাবেন?
এখানে আসার জন্য আপনাকে প্রথমে নেরাল জংশনের ট্রেন ধরতে হবে। এরপর সেখান থেকে নেমে পৌঁছাতে হবে মাথেরান হিলস্টেশনে। এখানে ফ্লাইটে যেতে হলে আপনাকে প্রথমে ছত্রপতি শিবাজী আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে ফ্লাইট নিতে হবে। তারপর সেখান থেকে এই হিল স্টেশনের দূরত্ব প্রায় ৪৪ কিলোমিটার। এরপর কোনো গাড়ি নিতে হবে আপনাকে।

আরও পড়ুন: Tourist Spot: ঘুরে বেড়াচ্ছে ঝাঁকে ঝাঁকে রঙ-বেরঙের ময়ূর, এই জঙ্গল ঘেরা গ্রামে গেলে আর চাইবেন না ফিরতে

কি কি দেখতে পাবেন?

এখানে লুইসা পয়েন্ট, প্যানোরামা পয়েন্ট, ওয়ান ট্রি হিল পয়েন্ট, শার্লট লেক, মাঙ্কি পয়েন্ট, আলেকজান্ডার পয়েন্ট, হানিমুন হিল পয়েন্ট, মাথেরান মার্কেট, খান্ডালা পয়েন্ট ইত্যাদি স্থান দেখতে পারেন। বিবাহিতদের জন্যও এই জায়গাটি বেস্ট। এটি ভারতের সবচেয়ে ছোট হিল স্টেশন, এমন সৌন্দর্য বাইরের দেশেও খুঁজে পাওয়া যাবে না।

Avatar

Papiya Paul

X