নিউজ শর্ট ডেস্ক: ভারতীয় রেল (Indian Railways) আমাদের দেশের সবচেয়ে বড় লাইফ লাইন। প্রতিদিন লক্ষ লক্ষ যাত্রী ট্রেনে চেপেই দূর দূরান্তে সফর করে থাকেন। এই ট্রেনে চেপেই প্রতিনিয়ত হুহু করে বাড়ছে ট্রেনের যাত্রীদের সংখ্যা। তাছাড়া এখন শীত-গ্রীষ্ম কিংবা বর্ষা বছরের যে কোন মরসুমেই ভ্রমণ পিপাসু পর্যটকরা ঘুরতে বেরিয়ে পড়েন দেশের বিভিন্ন প্রান্তে।
যার ফলে ট্রেনের যাত্রীদের সংখ্যাও বেড়ে চলেছে কয়েক গুণ। আর এই যাত্রী সংখ্যা লাফিয়ে বাড়তে থাকায় ট্রেনের টিকিট কাটতে গিয়ে সমস্যায় পড়ছেন বহু মানুষ। বিশেষ করে ইদানিং উত্তরবঙ্গ (North Bengal) কিংবা দক্ষিণ ভারতের (South India) মতো রুটগুলিতে ট্রেনের টিকিট পাওয়া মুশকিল হয়ে দাঁড়িয়েছে।
সাধারণত উত্তরবঙ্গে অধিকাংশ মানুষ ঘুরতে গেলেও দক্ষিণবঙ্গের ক্ষেত্রে ঘুরতে যাওয়ার পাশাপাশি বহু মানুষ সফর করেন চিকিৎসার করানোর জন্যও। তাই এই অবস্থায় টিকিট না পেয়ে সমস্যার মুখে পড়ছেন বহুযাত্রী। তাই যাত্রীদের এই সমস্যা দূর করতেই এবার রেলের তরফ থেকে বাংলা থেকে এসএমভিটি বেঙ্গালুরু (SMVT Bengaluru) পর্যন্ত একটি গ্রীষ্মকালীন স্পেশাল ট্রেন (Summer Special Train) চালানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে।
পূর্ব রেলের তরফে জানানো হয়েছে গ্রীষ্মকালীন ওই স্পেশাল ট্রেনটি মালদা টাউন (Malda Town) থেকে এসএমভিটি বেঙ্গালুরু পর্যন্ত যাতায়াত করবে। পূর্ব রেলের তরফে দেওয়া বিজ্ঞপ্তি অনুযায়ী ০৬৫৬৫ ট্রেনটি এসএমভিটি বেঙ্গালুরু থেকে মালদা টাউন পর্যন্ত চলবে। তবে শুধুমাত্র ১৭ এপ্রিল থেকে ২৬ জুন পর্যন্ত প্রতি সপ্তাহের বুধবার এই ট্রেন চলবে বলে জানা যাচ্ছে। অন্যদিকে ০৬৫৬৬ ট্রেনটি যাতায়াত করবে মালদা টাউন থেকে এসএমভিটি বেঙ্গালুরু পর্যন্ত। তবে এই ট্রেনটিও চলবে আগামী ২০ এপ্রিল থেকে ২৯ জুন পর্যন্ত। জানা যাচ্ছে প্রতি সপ্তাহের শনিবার মালদা টাউন স্টেশন থেকে এই ট্রেন টি চলবে।
আরও পড়ুন: শৌচালয়ের দুর্গন্ধের অভিযোগ ধুয়ে মুছে সাফ! যাত্রীদের জন্য নতুন পদক্ষেপ নিল ভারতীয় রেল
রেলসূত্রে খবর প্রতি বুধবার এসএমভিটি বেঙ্গালুরু থেকে বিকেল ৪:৩৫ মিনিটে ছাড়ার পর ট্রেনটি মালদা টাউন পৌঁছাবে শুক্রবার সকাল ৭:৩০ মিনিটে। অন্যদিকে প্রতি শনিবার সকাল ৯ টার সময় মালদা টাউন থেকে ছাড়ার পর ট্রেনটি এসএমভিটি বেঙ্গালুরু পৌঁছাবে সোমবার ভোর ৩টের সময়। জানা যাচ্ছে যাতায়াতের পথে এই ট্রেনটি কৃষ্ণরাজাপুরম, বাঙ্গারাপেট, জোলারপেট্রাই, কাটপাডি, রেনিগুন্টা, গুডুর, ওঙ্গোল, রাজামুন্ত্রী, দুব্বাদা, সিমহাচলম নর্থ, কোট্টাভালাসা, ভিজিয়ানাগ্রাম, শ্রীকাকুলাম রোড, পালাসা, ব্রহ্মপুর, খুরদা রোড, কটক, ভদ্রক, বালেশ্বর, খড়গপুর, ডানকুনি, বোলপুর শান্তিনিকেতন, রামপুরহাট এবং নিউ ফরাক্কা স্টেশনে থামবে।