Indian Railways

anita

Indian Railways: আর চলবে না রাজধানী-শতাব্দী এক্সপ্রেস! সামনে এল ভারতীয় রেলের বড় ঘোষণা

নিউজ শর্ট ডেস্ক: সময়ের সাথে সাথে ভারতীয় রেল (Indian Railways) পরিষেবায় গতি এনেছে একের পর এক দ্রুতগামী এক্সপ্রেস ট্রেন। যার মধ্যে নতুন সংযোজন বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Express)। তবে বহুদিন ধরেই ভারতের দ্রুতগামী এই এক্সপ্রেস ট্রেন গুলির তালিকায় শীর্ষস্থান দখল করে রেখেছে ঐতিহ্যবাহী দুটি ট্রেন রাজধানী এক্সপ্রেস এবং শতাব্দী এক্সপ্রেস (Rajdhani Express and Shatabdi Express)।

   

কিন্তু জান যাচ্ছে ভারতের এই দুই ঐতিহ্যবাহী ট্রেন আগামী দিনে বন্ধ করে দিতে চলেছে ভারতীয় রেল কর্তৃপক্ষ। সব ঠিক থাকলে লোকসভা ভোট মিটতেই বড় পরিবর্তন আসবে ভারতীয় রেলে। তবে আগামী দিনে রাজধানী এবং শতাব্দী এক্সপ্রেস বন্ধ হলেও, বিকল্প ব্যবস্থা চালু করবে ভারতীয় রেল কর্তৃপক্ষ।

এই মুহূর্তে ভারতীয় রেলের সবচেয়ে জনপ্রিয় দ্রুতগামী এক্সপ্রেস ট্রেন হল বন্ধে ভারত এক্সপ্রেস। বর্তমানে মোট ৫১ টি রুটে ছুটছে এই সেমি হাইস্পিড ট্রেন। ইতিমধ্যেই চালু হয়েছে অমৃত ভারত এক্সপ্রেস। আর সব ঠিক থাকলে আগামী দু বছরের মধ্যেই ভারতের চলবে জাপানের মতো দ্রুতগতির বুলেট ট্রেন-ও।

ভারতীয় রেল,Indian Railways,রাজধানী এক্সপ্রেস,Rajdhani Express,শতাব্দী এক্সপ্রেস,Shatabdi Express,বন্দেভারত এক্সপ্রেস,Vandebharat Express,বাংলা খবর,Bangla Khobor,Bengali Khobor,Bangla,Bengali

কিন্তু এই সমস্ত দ্রুতগামী ট্রেনের ভিড়ে কোথাও যেন হারিয়ে গিয়েছে ভারতের রাজধানী এবং শতাব্দীর মতো ঐতিহ্যবাহী এক্সপ্রেস ট্রেন গুলি। প্রসঙ্গত রেলযাত্রীদের উবিধার কথা মাথায় রেখে কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব আগেই ঘোষণা করেছিলেন বন্দে ভারত স্লিপার ক্লাস ট্রেন চালু করার কথা।

আরও পড়ুন: হারিয়ে যাওয়া ফোন খুঁজে পাবেন কিভাবে? জানুন IMEI Number জানার এই সহজ টিপস

জানা যাচ্ছে আগামী মে-জুন মাস থেকেই এই স্লিপার ট্রেন চালু হয়ে যাবে। অত্যাধুনিক ব্যবস্থা সম্পন্ন  দ্রুতগতির এই ট্রেনে তুলনামূলকভাবে অনেক কম সময়েই গন্তব্যস্থলে  পৌঁছে  যাবে।

Vande Bharat Express

সকলেই জানেন এতদিন বন্দে ভারত এক্সপ্রেসের একটাই সমস্য়া ছিল, তা হল সমস্ত ট্রেনই চেয়ার কার। তাই যাত্রীরা শুয়ে যেতে পারতেন না। আর  এই কারণেই রাতে বন্দে ভারত চালানো হয় না। তবে আগামীদিনে স্লিপার ক্লাস চালু হলে এই ট্রেন রাতেও চালানো যাবে।

ভারতীয় রেল,Indian Railways,রাজধানী এক্সপ্রেস,Rajdhani Express,শতাব্দী এক্সপ্রেস,Shatabdi Express,বন্দেভারত এক্সপ্রেস,Vandebharat Express,বাংলা খবর,Bangla Khobor,Bengali Khobor,Bangla,Bengali

তারপরেই এই বন্দে ভারত স্লিপার ট্রেনগুলি  রাজধানী কিংবা  শতাব্দীর মতো প্রিমিয়াম ট্রেনগুলির জায়গা নিতে পারে। এপ্রসঙ্গে ভারতীয় রেলের তরফে এখনও পর্যন্ত  কোনও বিবৃতি জারি না করা হলেও, রেল সূত্রে খবর, আপাতভাবে শতাব্দী এক্সপ্রেসের পরিবর্তেই বন্দে ভারত চালানোর পরিকল্পনা রয়েছে। তবে রাজধানী এক্সপ্রেস একেবারে বন্ধ করে দেওয়া হবে কি না সেবিষয়ে এখনও পর্যন্ত কিছুই জানানো হয়নি।