Vivo V30

Papiya Paul

Vivo V30: দুর্দান্ত সব ফিচার্স, মার্কেটে আসার আগেই ফাঁস Vivo V30-র নতুন মডেল

নিউজশর্ট ডেস্কঃ এই বছর মার্চ মাসেই লঞ্চ হয়েছে ভিভো ভি৩০ (Vivo V30)সিরিজের দুটি দুর্দান্ত স্মার্টফোন। আর এবার শোনা যাচ্ছে, ভিভো ভি ৩০ সিরিজের আরো একটি নতুন ফোন ভারতের মার্কেটে লঞ্চ হতে চলেছে। শোনা গিয়েছে, এবার লঞ্চ হতে পারে ভিভো ভি ৩০ই ৫ জি। আর আনুষ্ঠানিকভাবে ভারতের লঞ্চ হওয়ার আগেই এই ফোনের রিটেল বক্স ফাঁস হয়ে গিয়েছে।

   

অনলাইনে সেখান থেকেই এই ফোনের ফিচার্স এবং ডিজাইন সম্পর্কে বিভিন্ন তথ্য পাওয়া গিয়েছে। যদিও সংস্থার তরফ থেকে এখন অফিশিয়ালি কোন মন্তব্য করা হয়নি। তবুও ফাঁস হওয়া তথ্য থেকে জানা গিয়েছে এই ফোনের ডিজাইন এবং কি কি ফিচার্স রয়েছে।

১) এই ফোনে থাকতে পারে কার্ভড ডিসপ্লে। এর আগেও ভিভো সংস্থার তরফ থেকে এই কার্ভড ডিসপ্লে ফোন লঞ্চ হয়েছিল।
২) এই ফোনের ডিসপ্লের ওপরের দিকের বর্ডার একটু নিচে মাঝ বরাবর হোল পাঞ্চ কাট আউট থাকতে পারে। সেখানে মধ্যেই থাকবে ফ্রন্ট ক্যামেরা সেন্সার।
৩) এছাড়া এই ফোনের ব্যাক প্যানেলের গোল আকার রেয়ার ক্যামেরা থাকতে পারে।

আরও পড়ুন: Smartphone: টেক্কা পাবে না iPhone, Xiaomi 14 Ultra-র ফিচার্স শুনলে কেনার জন্য লাফাবেন

৪) এর পাশাপাশি ফোনের ব্যাক প্যানেলে ডুয়াল রেয়ার ক্যামেরা থাকতে পারে। এর সঙ্গে একটি এলইডি ফ্ল্যাশও থাকতে পারে।
৫) মনে করা হচ্ছে যে ভিভো ভি৩০ এবং ভিভো ভি৩০ প্রো থেকে ডিজাইনের দিক থেকে এই ফোন একেবারেই আলাদা হবে।
৬) আর এই ফোনের ডানদিকের সাইডের অংশে পাওয়ার বাটন এবং ভলিউম বাটানো থাকতে পারে।
৭) এর পাশাপাশি এই ফোনে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৬ জেন ১ প্রসেসর থাকতে পারে। এর সঙ্গে ৮ জিবি র‍্যাম থাকতে পারে।
৮) এই ফোনের রং আর্টিস্টিক রেড কিংবা আর্টিস্টিক ব্লু হতে পারে।
যদিও এই ফোন ভারতে কবে লঞ্চ হবে সেই বিষয়ে এখন কোন নির্দিষ্ট দিনক্ষণ জানা যায়নি