ভারতীয় রেলকে(Indian Railway) বলা হয় দেশের ‘লাইফ লাইন’। প্রত্যেক দিনই লক্ষ্য লক্ষ্য মানুষ এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাওয়ার জন্য ভরসা রাখেন ট্রেনে(Train)। অনেকেই আবার অফিস কিংবা স্কুলে যাতায়াতের জন্য ভরসা রাখেন লোকাল ট্রেনে (Local Train)। তবে ট্রেনে তো প্রত্যেকদিনই চড়ছেন। কিন্তু ট্রেনের পেছনে লেখা বড় হাতের ‘X’ শব্দটির অর্থ জানা আছে কি? আজকের এই বিশেষ প্রতিবেদনে আপনাদের জানাবো সেই বিষয়টি।
আসলে এই ‘X’ লেখাটি নিয়ে বহু মানুষের মনে জেগেছে নানান প্রশ্ন। অনেকেই আবার দিয়েছেন নানান রকম ব্যাখাও। তবে এই বিষয় নিয়ে কিছুতেই শেষ হচ্ছে না তর্ক। সাধারণত ট্রেনের পেছনের এই বড় হাতের ‘X’ শব্দটি হলুদ রং দিয়ে লেখা থাকে। ভারতীয় রেল সংস্থার নিয়ম অনুযায়ী, যাত্রীবাহী সমস্ত ট্রেনের পেছনে এই ‘X’ লেখা থাকাটি বাধ্যতামূলক।
ভারতীয় রেল সূত্রে খবর, বাস্তবে এই ‘X’ শব্দটি একটি রেলওয়ে কোড। আর এই চিহ্নটি ব্যবহার করা হয় নিরাপত্তার জন্য। সাধারণত এই ট্রেনের চিহ্ন থাকলেই বোঝা যায় সেটি ট্রেনের শেষবগি। তবে আপনি যদি কোথাও দেখতে পান ট্রেনের শেষ বগিতে নেই এই ‘X’ চিহ্ন। তাহলে আপনাকে অবশ্যই বুঝে নিতে হবে এক্ষেত্রে কিছু না কিছু সমস্যা রয়েছে।
তবে কেবলমাত্র এই একটি অক্ষর নয়। সাধারণ মানুষকে নিরাপত্তা দিতে ট্রেনের শেষ বগিতে লাগানো হয় একটি LED বাল্ব। যেকোনো সমস্যা হলে যাতে দূর থেকেই বোঝা যায় সে কারণেই এই ব্যবস্থা করা হয়েছে ভারতীয় রেলের তরফে।
তাহলে এবার থেকে ট্রেনে চাপার সময় অবশ্যই খেয়াল করবেন শেষের বগিতে ‘X’ চিহ্ন রয়েছে কিনা। যদি না থাকে তাহলে বুঝে নিতে হবে ট্রেনের শেষ বগিটি আলাদা হয়ে গিয়েছে। আর এক্ষেত্রে বড়সড় দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকতে পারে। আপনি যদি অন্য কোথাও এই আলাদা হওয়া বগিটি দেখতে পান তাহলে অবশ্যই খবর দিন রেল কর্মীদের। ভারতীয় নাগরিক হিসেবে এই দায়িত্বটা কিন্তু আপনারও।