Arijit

দক্ষিণ আফ্রিকা সিরিজে বিশ্রামে রোহিত, রাহুল, পন্থরা, অধিনায়কত্ব করবেন হার্দিক নাকি শ্রেয়স!

দীর্ঘ কয়েক মাস ধরে জাতীয় দলের হয়ে লাগাতার খেলছেন ভারতের প্রথম সারির ক্রিকেটাররা। আর তারপরই শুরু হয়েছে আইপিএল। আইপিএল এ টানা দু’মাস খেলে এই মুহূর্তে ভারতের প্রথম সারির ক্রিকেটাররা বেশ ক্লান্ত হয়ে পড়েছেন। আর তাই আগামী দক্ষিণ আফ্রিকা সফরে ভারতের প্রথম সারির বেশ কয়েক জন ক্রিকেটারকে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নিতে চলেছে বিসিসিআই।

   

ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ এবং আয়ারল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে বিশ্রাম দেওয়া হতে পারে বিরাট কোহলি, রোহিত শর্মা, কে এল রাহুল, ঋষভ পন্থ, যাশস্প্রীত বুমরাহ এর মত ভারতের নিয়মিত ক্রিকেটারদের।

আর এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠতে শুরু করেছে এই সমস্ত প্রথম সারির ক্রিকেটারদের বিশ্রাম দেওয়া হলে আসন্ন দক্ষিণ আফ্রিকা সিরিজে ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন কে? ইতিমধ্যেই এই সিরিজ গুলিতে ভারতীয় দলকে নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে এগিয়ে রয়েছেন আইপিএলে গুজরাট টাইটান্স এর হয়ে দুর্দান্ত অধিনায়কত্ব করা হার্দিক পান্ডিয়া। এছাড়াও এই তালিকায় রয়েছেন শ্রেয়াস আইয়ার, শিখর ধাওয়ান এর মত সিনিয়র ক্রিকেটাররাও।