প্রথম ম্যাচে ভালো খেলেও অস্ট্রেলিয়ার কাছে হেরে কমনওয়েলথ গেমসের শুরুতেই ধাক্কা খেয়েছিল ভারত। তবে দ্বিতীয় ম্যাচে চিরশত্রু পাকিস্তান কে ৮ উইকেটে হারিয়ে কমনওয়েলথ গেমসে পদক জয়ের লড়াইয়ের টিকে থাকলো ভারতীয় মহিলা ক্রিকেট দল।
এইদিন কমনওয়েলথ গেমসে ভারত ও পাকিস্তানের ম্যাচ শুরু হওয়ার আগে প্রবল বৃষ্টি শুরু হয়। যার কারণে ওভার কমাতে বাধ্য হয় আম্পায়াররা। দুই দলই ১৮ ওভার করে খেলার সুযোগ পায়। প্রথমে ব্যাটিং করে নির্ধারিত ১৮ ওভারে ৯৯ রানে শেষ হয়ে যায় পাকিস্তানের ইনিংস।
জবাবে ব্যাটিং করতে নেমে শুরু থেকেই বিধ্বংসী মেজাজে খেলতে থাকেন ভারতের তারকা ওপেনার স্মৃতি মান্ধানা। ৯ বলে ১৬ রান করে শেফালি আউট হওয়ার পরেও শুরু ছন্দই ধরে রেখেছিলেন মন্ধানা। সেই মেজাজেই পূর্ণ করলেন অর্ধশতরান। মাঠ ছাড়লেন দলকে জিতিয়ে। শেষ পর্যন্ত অপরাজিত থাকলেন ৪২ বলে ৬৩ রান করে।