Arijit

ভালো খেলেও শেষ রক্ষা হল না, কমনওয়েলথ ক্রিকেটে রূপো জিতেই সন্তুষ্ট থাকতে হল ভারতকে

গতকাল কমনওয়েলথ গেমসের ফাইনালে মুখোমুখি হয়েছিল ভারতীয় মহিলা ক্রিকেট দল এবং অস্ট্রেলিয়া মহিলা ক্রিকেট দল। এই ম্যাচে অস্ট্রেলিয়া মহিলা ক্রিকেট দলকে হারিয়ে সোনা জেতার সুবর্ণ সুযোগ ছিল ভারতীয় মহিলা ক্রিকেট দলের কাছে। কিন্তু সেই সুযোগ হাতছাড়া করল স্মৃতি মান্ধানারা।

   

টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন অস্ট্রেলিয়ার অধিনায়ক মেগ ল্যানিং। সেই সিদ্ধান্ত শুরুতেই কিছুটা ধাক্কা লাগে। তৃতীয় ওভারেই রেণুকা সিংহের বলে ফিরে যান অ্যালিসা হিলি। কিন্তু অন্যান্য ব্যাটসম্যানদের ভালো পারফরমেন্সের সুবাদে নির্ধারিত কুড়ি ওভার শেষে ১৬১ রান তোলা অস্ট্রেলিয়া।

রান তাড়া করতে ভারতের শুরুটা মোটেও ভাল হয়নি। সেমিফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে অর্ধশতরান করা স্মৃতি মন্ধানা মাত্র ৬ রান করে দ্বিতীয় ওভারেই ডার্সি ব্রাউনের বলে বোল্ড হয়ে যান। চালিয়ে খেলতে গিয়ে শেফালি বর্মাও ১১ রান করে আউট হন। চাপে পড়ে যাওয়া ভারতকে টানতে থাকেন অধিনায়ক হরমনপ্রীত এবং জেমাইমা রদ্রিগেস।

অধিনায়ক হরমনপ্রীত নিজে ৬৫ রানের দুরন্ত ইনিংস খেললেন। জেমাইমা রদ্রিগেসও ৩৩ রান করলেন। কিন্তু শেষ দিকে অভিজ্ঞ কোনও ব্যাটার না থাকার ফল ভুগতে হল। অস্ট্রেলিয়ার আট উইকেটে ১৬১ রানের জবাবে ভারত শেষ ১৫২ রানে। সোনা জেতা হল না। রুপোতেই এ বারের মতো সন্তুষ্ট থাকতে হল ভারতকে।