Arijit

সাউদির দাপটে বড় রান তুলতে ব্যর্থ ভারত, ৩৪৫ রানেই শেষ ভারতের প্রথম ইনিংস

শ্রেয়াস আইয়ার, রবীন্দ্র জাদেজার ব্যাটে ভর করে প্রথম দিনে চার উইকেটের বিনিময়ে 258 রানে শেষ হয়েছিল ভারতের ইনিংস। আজ ভারতের কাছে সুবর্ণ সুযোগ ছিল বড় রান তোলার, কারণ হাতে ছিল 6 টি গুরুত্বপূর্ণ উইকেট। তবে সেই সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হল ভারতীয় ব্যাটসম্যানরা। শ্রেয়াস আইয়ার দুর্দান্ত সেঞ্চুরি করলেও তাকে যোগ্য সঙ্গ দিতে পারলেন না আর কোন ভারতীয় ব্যাটসম্যান। যার ফলে প্রথম ইনিংসে বড় রান তুলতে ব্যর্থ হল ভারত।

   

দ্বিতীয় দিনের শুরুতেই টিম সাউদির বলে আউট হয়ে প্যাবিলিয়নে ফিরে যান রবীন্দ্র জাদেজা। তবে শ্রেয়স আইয়ার ক্রিজের উপর জাঁকিয়ে বসে ছিলেন। দুর্দান্ত সেঞ্চুরি করেন তিনি। তবে দীর্ঘদিন পর ভারতীয় দলে সুযোগ পেলেও তা কাজে লাগাতে ব্যর্থ হলেন ঋদ্ধিমান সাহা। মাত্র এক রানে ফিরে যান তিনি বাংলার ঋদ্ধি।

শেষের দিকে এসে 38 রানের একটি সুন্দর ইনিংস খেলেন রবীচন্দ্রন অশ্বিন। তবে অক্ষর প্যাটেল, ইশান্ত শর্মা, উমেশ যাদবরা ব্যাট হাতে কোন সাহায্যই করতে পারেনি ভারতীয় দলকে। নিউজিল্যান্ডের তারকা বোলার টিম সাউদির দাপটে ভারতের প্রথম ইনিংস শেষ হয়ে যায় 345 রানে। সাউদি পাঁচটি উইকেট নিয়েছেন।