নিউজশর্ট ডেস্কঃ সেলিব্রিটি থেকে শুরু করে সাধারণ মানুষ সকলের কাছেই মালদ্বীপ(Maldives) এক স্বপ্নের ডেস্টিনেশনের মধ্যে পড়ে। আর সদ্য বিবাহিত দম্পতিদের কাছে বেস্ট হানিমুন ডেস্টিনেশন হিসেবে মালদ্বীপ পরিচিত। আর এই জায়গার প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি ভিসাতেও ছাড় পাওয়া যায়। তাই বহু মানুষ মালদ্বীপ ঘুরতে(Travel) বেড়িয়ে পড়েন।
কিন্তু বিগত কিছুদিন ধরে লাক্ষাদ্বীপ এবং মালদ্বীপকে নিয়ে বিতর্ক চলছে। তাই অনেকেই মালদ্বীপ না গিয়ে তার বদলে লাক্ষাদ্বীপে ঘুরে আসছেন। এই মালদ্বীপে ছাড়াও আরো বিকল্প কিছু জায়গা আছে যেখানে ভিসা ছাড়া আপনি ঘুরে আসতে পারেন। আজকের এই প্রতিবেদনে ভিসা ছাড়া কোন কোন জায়গায় ঘোরা যাবে সে সম্পর্কে আপনাদেরকে জানাবো।
এক্ষেত্রে প্রথমে যে জায়গাটির নাম আসবে সেটি হল কেনিয়ার। এখানে ভারতীয় পর্যটকদের জন্য কোন ভিসা লাগে না। ভারতীয় পর্যটকদের জন্য ইলেকট্রনিক অথরাইজেশন প্রোগ্রাম রয়েছে। এই জায়গাটি মূলত জঙ্গলপ্রবন এলাকা। এখানে ওয়াইল্ডলাইফ দেখতেই পর্যটকরা ভিড় করে থাকেন। এখানের জঙ্গল সাফারিতে গেলে আপনি মুগ্ধ হয়ে যাবেন। জানুয়ারি থেকে ফ্রেব্রুয়ারি কেনিয়া বেড়ানোর জন্য সেরা সময়।
দ্বিতীয় জায়গা হল ফিজি উপকূল। সৌন্দর্যে টেক্কা দিতে পারে মালদ্বীপকেও। এখানে আসার জন্য ভারতীয়দের ক্ষেত্রে কোন ভিসা লাগে না। এখানে সমুদ্র সৈকত মন জয় করে নেবে আপনার। এরপরে আরেকটি জায়গা হল সিসেলস। এটি একটি অসম্ভব সুন্দর জায়গা। এখানে প্রাকৃতিক সৌন্দর্য মন ভরিয়ে দেবে আপনার।এখানেও ভারতীয়দের জন্য কোন ভিসা লাগে না।
এছাড়া আরো একটি জায়গা হল বারবাডোস। এই জায়গাটির নামের মধ্যে যেমন ইউনিকনেস রয়েছে, ঠিক তেমনি জায়গাটিও অপূর্ব সুন্দর। এখানেও ভারতীয় পর্যটকদের জন্য কোন ভিসা লাগে না। এছাড়া মালয়েশিয়া, ওমান এই দুই দেশে ঘোরার জন্য ভারতীয়দের ভিসার প্রয়োজন হয় না। সর্বোপরি, শ্রীলঙ্কাতে যাওয়ার ক্ষেত্রে ভারতীয় পর্যটকদের জন্য ভিসায় ছাড় দেওয়া হয়েছে। এখানে প্রাকৃতিক সৌন্দর্য থেকে শুরু করে সমুদ্র সৈকত পর্যটকদের মন জয় করে নিয়েছে। তাহলে এবার বাইরের দেশে কোথাও ঘুরতে যেতে চাইলে এই জায়গাগুলো একবার চেক করে নিতে পারেন।