Flying Taxi

Flying Taxi: আর মাত্র কয়েকমাস! এবার ভারতের আকাশেও উড়বে প্রথম ফ্লাইং ট্যাক্সি, জানেন ভাড়া কত?

নিউজ শর্ট ডেস্ক: এবার ভারতেও চলবে উড়ন্ত ট্যাক্সি (Flying Taxi)। প্লেন ছাড়াও এতদিন কমবেশি সকলেই দেখেছেন  হেলিকপ্টার কিংবা ড্রোনের মতো বৈদ্যুতিক যন্ত্র। কিন্তু উড়ন্ত ট্যাক্সিও যে চলতে পারে তা এতদিন শুধু কল্পনাতেই ভেবে এসেছেন সকলে।

তবে এবার মানুষের এই কল্পনাই বাস্তব রূপ পেতে চলেছে। আজ আপনাদের জানাতে চলেছি এমনই এক ফ্লাইং  ট্যাক্সি সম্পর্কে। বিগত কয়েক দশকে এই  ট্যাক্সির এমনই একাধিক ছবি ভাইরাল হয়েছে। তবে সত্যিই যদি এই ফ্লাইং ট্যাক্সি চালু করা যায় তাহলে তা নিঃসন্দেহে এই পরিবহন ব্যবস্থার ক্ষেত্রে এক নতুন দিশা খুলে দিতে চলেছে।

বর্তমানে এই যন্ত্রের খোঁজ চলছে ভারতেও। জানা যাচ্ছে আর মাত্র এক বছরের অপেক্ষা, তারপরেই ভারতেও সত্যিই চালু হয়ে যাবে কল্প বিজ্ঞানের সেই উড়ন্ত ট্যাক্সি। সম্প্রতি এমনটাই জানিয়েছেন ই প্লেন কোম্পানির প্রতিষ্ঠাতা এবং ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ মাদ্রাজের অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিংয়ের বিশিষ্ট বাঙালি বিজ্ঞানী সত্য চক্রবর্তী।

উড়ন্ত ট্যাক্সি,Flying Taxi,প্রযুক্তি,Technology,বাংলা খবর,Bangla Khobor,Bengali Khobor,Bangla,Bengali

সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে এই অত্যাধুনিক প্রযুক্তি সম্পন্ন ফ্লাইং ট্যাক্সি e200-র কাজ সম্পর্কে  বিজ্ঞানী সত্য চক্রবর্তী একাধিক তথ্য জানিয়েছেন। তিনি জানিয়েছেন এই উড়ন্ত ট্যাক্সি e200-র ডিজাইন, নিরাপত্তা এবং শহরের পরিবহনে এর প্রভাব সম্পর্কিত একাধিক খুঁটিনাটি তথ্য।

আরও পড়ুন: বড় ঝটকা দিল Airtel! এক ধাক্কায় ৪০ টাকা বাড়ল রিচার্জ প্ল্যানের দাম

বিজ্ঞানী সত্য চক্রবর্তী জানিয়েছেন, এই ফ্লায়িং ট্যাক্সি যাতে ছোট জায়গাতেও অবতরণ করতে  পারে তার জন্য কমপ্যাক্ট ডিজাইন করা হয়েছে। এছাড়াও জানা যাচ্ছে এই উড়ন্ত গাড়িতে একবার চার্জ দিলেই যাতে একাধিকবার অল্প দূরত্ব অতিক্রম করা যায়, সেদিকেও নজর দেওয়া হয়েছে।

যাত্রীদের সুরক্ষার কথা মাথায় রেখেই এই গাড়ির ডিজাইন একেবারে আন্তর্জাতিক মানের করা হয়েছে। এছাড়া বিভিন্ন পরিস্থিতিতে কীভাবে সুরক্ষাবিধি বাড়ানো সম্ভব সেদিকটাও খতিয়ে দেখা হচ্ছে। উন্নত প্রযুক্তি সম্পন্ন এই ফ্লাইং ট্যাক্সিটিতে অ্যারোডাইনামিক ডিজাইন করা হয়েছে।

উড়ন্ত ট্যাক্সি,Flying Taxi,প্রযুক্তি,Technology,বাংলা খবর,Bangla Khobor,Bengali Khobor,Bangla,Bengali

শুধু তাই নয় মধ্যবিত্তের কথা ভেবে এই ফ্লাইং ট্যাক্সির ভাড়াও রাখা হয়েছে মধ্যবিত্তের সাধ্যের মধ্যেই।  যা সম্ভবত Uber বা এই ধরনের সার্ভিসের দ্বিগুণ হতে পারে। জানা যাচ্ছে এই ফ্লাইং ট্যাক্সির সাবস্কেল প্রোটোটাইপ e50 যানটির পরীক্ষামূলক উড়ান ইতিমধ্যেই সফলভাবে সম্পন্ন হয়েছে। সব ঠিক থাকলে  চলতি বছরেই অর্থাৎ আগামী অক্টোবর-নভেম্বর মাসেই পুরোদস্তরে পরীক্ষা করা হবে ফুল স্কেল প্রোটোটাইপের।

Avatar

anita

X