চিনকে শিক্ষা দিতে এবার ভারতেই তৈরি হবে আইফোন, বিশেষ উদ্যোগ নিচ্ছে টাটা গ্রুপ!

চিনকে ছাড়াই এবার মার্কেটে আসছে আইফোন। উইস্ট্রন কর্পোরেশনের সাথে হাত মেলাল টাটা গ্রুপ। চিনকে জব্দ করতেই এই  সিদ্ধান্ত বলেই জানা যাচ্ছে। সূত্র মারফত জানা যাচ্ছে, সবকিছু ঠিক থাকলে দীপাবলীর আগেই বাজারে চলে আসবে আইফোন।

বিশেষ সূত্রের খবর, ৩১ মার্চের মধ্যেই ওই চুক্তি সই করতে উঠেপড়ে লেগেছে টাটা। কারণ এপ্রিলের আগে কারখানাটি আনুষ্ঠানিক ভাবে অধিগ্রহণ করতে পারলে সরকারের কাছ থেকে বিশেষ অর্থ সহায়তার জন্য আবেদন করতে পারবে এই ভারতীয় তথ্য প্রযুক্তি সংস্থা।

এত দিন পর্যন্ত চিনের বাজারে আইফোনের নতুন কোনও সংস্করণ আসার ছয় থেকে নয় মাস পরে ভারতে উৎপাদিত হত ফোনগুলি। কিন্তু সেই সময় কমিয়ে দু’মাস করতে চাইছেন সংস্থার কর্তৃপক্ষ। আমেরিকা-চিন রাজনৈতিক টানাপড়েনের জন্যই অতিরিক্ত চিন-নির্ভরতা কমাতে চায় সংস্থা। এমনটাই জানা যাচ্ছে সূত্র মারফত।

বর্তমানে তিনটি সংস্থার হাত ধরে ভারতে তৈরি হয় আইফোন। সূত্রের খবর, সেই তিনটি সংস্থার একটি ইতিমধ্যেই পরিকল্পনা করেছে, চিন থেকে আরও দ্রুত আইফোনের যন্ত্রাংশ আমদানি করার। যন্ত্রাংশ এসে গেলেই চেন্নাইয়ের কারখানাতে তৈরি হবে আইফোন ১৪। সেপ্টেম্বরের শুরুতে চিনের বাজারে আসতে পারে আইফোন ১৪। অক্টোবরের শেষে দীপাবলির আগেই আইফোনের নবতম সংস্করণ বাজারে আনার চেষ্টা করছে সংস্থা।

জানা যাচ্ছে, ম্যানুফ্যাকচারিংয়ের প্রধান দিকটি সামলাবে টাটা। টাটা গ্রুপকে সবরকম সাহায্য করবে উইস্ট্রন কর্পোরেশন। যদিও এখনও পর্যন্ত প্রকাশ্যে মুখ খোলেনই এই দুই সংস্থার কেউই।

Avatar

Additiya

X