Oldest Railway Station

Papiya Paul

Oldest Railway Station: হাওড়া নয়, বিশ্বের সবথেকে পুরোনো রেলস্টেশনের নাম জানেন? উত্তর চমকে দেবে

নিউজশর্ট ডেস্কঃ ভারতের রেলওয়ে সম্পর্কে অনেক অজানা তথ্য জানার আগ্রহ থাকে বহু মানুষের। আজকের এই প্রতিবেদনে প্রায় ২০০ বছর আগে বিশ্বের প্রাচীনতম রেলস্টেশন(Oldest Railway Station)। সম্পর্কে আপনাদেরকে জানাবো। ভারতে রেলের ইতিহাস ১৫০ বছরের পুরনো। সারা বিশ্বে রেলওয়ে নেটওয়ার্কের দিকে তাকালে ভারত চতুর্থ স্থানে অবস্থান করছে।

   

ভারতে অবস্থানকারী প্রত্যেকটি শ্রেণীর মানুষের কাছে ট্রেন চলাচল একটি গুরুত্বপূর্ণ পরিবহন মাধ্যম হয়ে উঠেছে। কারণ এখানে কম খরচে দ্রুত এক জায়গা থেকে অন্য জায়গায় পৌঁছে যাওয়া যায়। ভারতের সবথেকে প্রাচীনতম রেলস্টেশন হিসেবে পশ্চিমবঙ্গের হাওড়া স্টেশন রয়েছে। এটি ভারতের প্রাচীনতম রেলওয়ে স্টেশন। ১৮৫২ সালে স্টেশন নির্মিত হয়েছিল।

ঐতিহাসিক হওয়ার পাশাপাশি এই রেলস্টেশন অনেক দিক থেকেই বেশ গুরুত্বপূর্ণ। এখানে প্রত্যেকদিন ১০ লক্ষের বেশি মানুষ যাতায়াত করে থাকেন। এটি এমন একটি স্টেশন যেখান থেকে ভারতের প্রথম ট্রেনটি চলেছিল। এখানে ২৩ টি প্ল্যাটফর্ম রয়েছে। লিভারপুল রোড স্টেশন বিশ্বের প্রাচীনতম রেলওয়ে স্টেশন। এই স্টেশনটি ১৮৩০ সালে ১৫ সেপ্টেম্বর উদ্বোধন করা হয়েছিল।

আরও পড়ুন: Indian Railways: এবার স্যাট করে দীঘা থেকে পুরী! পৌঁছে যাবেন মাত্র ৩ ঘন্টায়, বড় ‘উপহার’ রেলের

এখনো এই স্টেশনটি অক্ষত অবস্থায় রয়েছে। কিন্তু ১৯৭৫ সালের পর থেকে এর কার্যক্রম বন্ধ হয়ে গেছে। এই লিভারপুল রোড স্টেশনটি লিভারপুল এবং ম্যানচেস্টার রেলওয়ের অংশ হিসেবে নির্মিত হয়েছিল। এটি ছিল বিশ্বের প্রথম বাষ্প চালিত আন্ত ইউরেনিও রেলপথ।