Digha

Papiya Paul

Indian Railways: এবার স্যাট করে দীঘা থেকে পুরী! পৌঁছে যাবেন মাত্র ৩ ঘন্টায়, বড় ‘উপহার’ রেলের

নিউজশর্ট ডেস্কঃ বাঙ্গালীদের কাছে অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র দীঘা(Digha)। আর এই সমুদ্র সৈকত ছাড়াও বাংলার পাশের রাজ্য উড়িষ্যার পুরীও(Puri) বহু বাঙালির কাছে প্রিয় ভ্রমণ ডেস্টিনেশন। এক কথা বলতে গেলে এই দুই জায়গা বাঙালির আবেগের জায়গা।তবে এই দুই জায়গার দূরত্ব অনেক বেশি অর্থাৎ দীঘা থেকে পুরীর সরাসরি কোন বাস বা ট্রেন নেই।

   

এই দুই জায়গা যদি রেল(Indian Railways) দ্বারা যুক্ত হয়ে যেত তাহলে কতটা ভালো হতো। এমন ভাবনা কম বেশি সকলের মধ্যেই এসেছে। এবার থেকে দীঘা থেকে পুরী একটা ট্রেনে চলে যাওয়া যাবে। শুনতে অবাক লাগলেও এই তথ্য একেবারেই সত্যি। আর এর জন্য সময় লাগবে মাত্র তিন ঘন্টা। এই তথ্য জানিয়েছে ভারতীয় রেল।

তৃণমূল সাংসদ শিশির অধিকারী সংবাদমাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে জানিয়েছেন এবার দীঘা থেকে জলেশ্বর রেললাইন খুব দ্রুত ও কাজ শুরু হয়েছে। দিঘা থেকে জলেশ্বর পর্যন্ত ৭২ কিমি রাস্তার রেলপথ সম্প্রসারণের কাজ ২০১১ থেকে ১২ সালে অনুমোদন পেয়েছিল। এই দীঘা এবং উড়িষ্যার জলেশ্বরকে রেলপথে জোড়ার জন্য প্রায় ৫০৭ একর জমির প্রয়োজন আছে।

Digha

আরও পড়ুন: Digha: বদলে যাচ্ছে দীঘার লুক, এই দুর্দান্ত পরিষেবার কথা শুনে খুশিতে লাফাচ্ছেন পর্যটকেরা

এর মধ্যে পশ্চিমবঙ্গে থাকবে ১৩৭ একর জমি আর উড়িষ্যায় থাকবে ৩৭০ একর জমি। এই প্রকল্পের জন্য রেলের তরফ থেকে ১৫৮৪ কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল। কিন্তু পশ্চিমবঙ্গে জমি নিয়ে সমস্যার কারণে এই কাজ দীর্ঘদিন আটকে থাকে। তবে এবার খুব শীঘ্রই এই কাজ শেষ হবে বলে আশ্বাস দিয়েছেন ভারতের রেলমন্ত্রী অশ্বিনী কুমার বৈষ্ণব। আর এই রেললাইন তৈরির কাজ সম্পন্ন হয়ে গেলে দীঘা থেকে পুরীর দূরত্ব এক ধাক্কায় প্রায় তিন ঘন্টা কমে যাবে।