আম্বানি, আদানিকে জোর টক্কর! কলকাতাতেও আছেন এতজন ধনকুবের, সংখ্যাটা শুনলে ঘুরবে মাথা

শুধু ভারতবর্ষ নয়, সারা বিশ্বে মুকেশ আম্বানির(Mukesh Ambani) জনপ্রিয়তা তুঙ্গে। প্রায় প্রত্যেক দিনই কিছু না কিছু কারণে খবরের শিরোনামে জায়গা পান তিনি। এবার আরো একবার নতুন রেকর্ড করে শিরোনামে জায়গা করে নিলেন ধনকুবের ব্যবসায়ী মুকেশ আম্বানি। তার এই নতুন রেকর্ড শুনে চমকে গিয়েছেন আপামর বিশ্ববাসী।

হুরুন ইন্ডিয়া রিচ লিস্ট ২০২৩ অনুযায়ী, ভারতের ব্যবসায়ী গৌতম আদানিকে(Gautam Adani) পিছনে ফেলে সবচেয়ে ধনী ভারতীয় খেতাব জিতে নিয়েছেন মুকেশ আম্বানি। ২০১৪ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত তার সম্পত্তির পরিমাণ ১৬৫,১০০ কোটি থেকে বেড়ে হয়েছে প্রায় ৮০৮,৭০০ কোটি টাকা। হুরুন ইন্ডিয়া এবং ৩৬০ ওয়েলথ ৩৬০ তম ওয়ান ওয়েলথ হুরুন ইন্ডিয়া রিচ লিস্ট ২০২৩-এ প্রকাশ করেছে।

আর এই রিপোর্টের পর মুকেশ আম্বানির জন্য প্রথম স্থান থেকে দ্বিতীয় স্থানে নেমে এসেছে গৌতম আদানি। আর তৃতীয় স্থানের জায়গা হয়েছে সাইরাস এস পুনাওয়ালা। আবার এই তালিকায় জায়গা রয়েছে Zepto-র ২০ বছর বয়সী মালিক কাইবাল্য বোহরা। চতুর্থ স্থানে জায়গা হয়েছে শিব নাদারের। তার সম্পত্তির পরিমাণ ২,২৮,৯০০ কোটি টাকার। পঞ্চম স্থানে রয়েছে গোপিচাঁদ হিন্দুজা এন্ড ফ্যামিলি। তার সম্পত্তির পরিমাণ ১,৭৬,৫০০ কোটি টাকা।

\আবার ১,৬৪,৩০০ কোটি টাকার সম্পত্তি নিয়ে ষষ্ঠ স্থানে জায়গা রয়েছে দিলীপ সংভির। এরপর এলএন মিত্তল এন্ড ফ্যামিলি ১,৬২,৩০০ কোটি টাকা নিয়ে সপ্তম স্থানে জায়গা পেয়েছে। রাধাকিষণ দামানি এন্ড ফ্যামিলি ১,৪৩,৯০০ কোটি টাকার সম্পদ নিয়ে অষ্টম স্থানে জায়গা হয়েছে। এবার নবম ও দশম স্থানে জায়গা হয়েছে কুমার মঙ্গলম বিড়লা অ্যান্ড ফ্যামিলি এবং নীরজ বাজাজ অ্যান্ড ফ্যামিলি। তাদের সম্পত্তির পরিমান যথাক্রমে ১,২৫,৬০০ এবং ১,২০,৭০০ কোটি টাকা।

এছাড়া আরেকটি রিপোর্ট অনুযায়ী জানা গিয়েছে, ভারতের সবথেকে বেশি ধনকুবের রয়েছেন মুম্বইতে। এখানে ধনকুবেরের সংখ্যা ৩২৮ জন। আর নিউ দিল্লিতে রয়েছেন ১৯৯জন। অন্যদিকে বেঙ্গালুরুতে ধনকুবের রয়েছেন ১০০জন। এছাড়া সেরা বড়লোকদের তালিকায় দিল্লিতে রয়েছেন ১৯৯জন, বেঙ্গালুরুতে রয়েছেন ১০০ জন, আবার হায়দরাবাদের রয়েছেন ৮৭, চেন্নাইতে রয়েছেন ৬৭ জন, আমেদাবাদে রয়েছেন, ৫৫ জন আর কলকাতার রয়েছেন ৫১ জন। এছাড়া পুনেতে রয়েছেন ৩৯ জন, সুরাটে আছেন ২৭ জন ও গুরুগ্রামে রয়েছেন ১৮ জন।

Papiya Paul

X