নিউজ শর্ট ডেস্ক: কর্পোরেট জগতে হোক কিংবা অন্যান্য ক্ষেত্রে গোটা বিশ্ব জুড়ে মার্কিন যুক্তরাষ্ট্রের (USA) সংস্থাগুলি অন্যান্য দেশের থেকে অনেকটাই এগিয়ে। আর্থিক ক্ষমতার দিক দিয়েও ভারতীয় (Indian) বহুজাতিক এই সংস্থাগুলি অনেক বেশি এগিয়ে থাকে। যদিও ইদানিং বহু মার্কিন সংস্থার মাথায় রাজ করছেন ভারতীয়রাই।
তবে আর্থিক ক্ষমতার দিক দিয়ে ভারতীয় বহুজাতিক সংস্থাগুলোর থেকে কিন্তু অনেক বেশি ক্ষমতাশালী মার্কিন সংস্থাগুলি। ইতিপূর্বে সে কথা প্রমাণিত হয়েছে বহু আর্থিক সমীক্ষা থেকেই। কিন্তু ২০২৩ সালে এই ধারাবাহিকতায় এসেছে এক বড়সড় পরিবর্তন।
এবার ইউরোপ থেকে শুরু করে মার্কিন যুক্তরাষ্ট্রের সংস্থাগুলিকে ছাপিয়ে গিয়ে প্রথম দু-দুটি শীর্ষস্থান দখল করে নিয়েছে ভারতের দুই জনপ্রিয় সংস্থা। তাও আবার যে সে ক্ষেত্রে নয়, আন্তর্জাতিক বিমান পরিষেবার প্রদানকারী সংস্থাগুলির ক্ষেত্রে। সম্প্রতি ইউরোপ ও মার্কিন যুক্তরাষ্ট্রের সংস্থাগুলিকে টেক্কা দিয়ে প্রথম দুটি শীর্ষস্থান দখল করে নিয়েছে দু-দুটি ভারতীয় সংস্থা।
সবচেয়ে বেশি পরিমাণ নতুন বিমান বরাত দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের বিমান পরিষেবা প্রদানকারী সংস্থাগুলি তো বটেই সেই সাথে মধ্যপ্রাচ্যের Emirets, কিংবা কাতার এয়ারওয়েজের মত নামজাদা বিমান পরিষেবা প্রদানকারী সংস্থাগুলিকেও হেসে খেলে ১০ গোল দিয়ে এগিয়ে রয়েছে দুই ভারতীয় সংস্থা ইন্ডিগো এবং এয়ার ইন্ডিয়া (Indigo and Air India)।
আরও পড়ুন: BSNL-র মাস্টার স্ট্রোক! দেশজুড়ে আসছে আত্মনির্ভর ৪জি পরিষেবা, ঘুম উড়ালো Airtel-Jio-র
শুধু নতুন বিমান বরাত দেওয়ার ক্ষেত্রেই নয় নতুন বিমানের সংখ্যা এবং আর্থিক মূল্যের নিরিখেও অন্যান্য দিক থেকে বহুগুণ এগিয়ে রয়েছে ভারতের ইন্ডিগো এবং টাটা গোষ্ঠীর মালিকানাধীন এয়ার ইন্ডিয়া। জানা যাচ্ছে গত আর্থিক বছরে ইন্ডিগো’র তরফ থেকে মোট ৫০০ টি বিমানের বরাত দেওয়া হয়েছিল।
অন্যদিকে এয়ার ইন্ডিয়া নতুন মোট ৪৭০ টি বিমানের অর্ডার দিয়েছিল। অথচ এই তালিকায় বিরাট ব্যবধানে ১৫৬ টি বিমানের বরাত দিয়ে তৃতীয় স্থান দখল করে নিয়েছে বিশ্বের অন্যতম শক্তিধর দেশ আমেরিকার সাউথ-ওয়েস্ট এয়ারলাইন্স। একই সংখ্যক বিমানের বরাত দিয়ে এই তালিকায় চতুর্থ স্থানে রয়েছে সংযুক্ত আরব আমিরশাহীর বিশ্ব বিখ্যাত এমিরেটস।
হিসাব করে দেখা যাচ্ছে দেশ বিদেশের তাবড় বিমান পরিষেবা প্রদানকারী সংস্থাগুলি থেকে অনেকগুণ বেশি নতুন বিমানের বরাত দিয়ে এগিয়ে রয়েছে ভারতের এই দুই প্রথমসারির আন্তর্জাতিক বিমান পরিষেবা প্রদানকারী সংস্থা ইন্ডিগো এবং এয়ার ইন্ডিয়া।
সবথেকে মজার বিষয় হলো অধিক সংখ্যক বিমানের বরাত দিলেও কিন্তু এই দুই সংস্থা কোন ছোট বিমানের বরাত সেভাবে দেয়নি। তাদের দেওয়া বিমানের মধ্যে অধিকাংশ বিমানই নাকি মূলত ড্রিমলাইনার গোত্রের বড় বিমান। এই সমস্ত বিমানগুলোতে বেশি সংখ্যক যাত্রী নিয়ে বহুদূর পর্যন্ত নিরাপদে সফর করা যায়। তাই আর্থিক পরিসংখ্যান তুলে ধরে বিশেষজ্ঞদের তরফে দাবি করা হয়েছে আগামীদিনে বিমান পরিষেবার দুনিয়ায় রাজ করতে চলেছে ভারতীয় এই দুই সংস্থা।